সিলেটবুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারি থেকে আনাস বহিষ্কার

Ruhul Amin
সেপ্টেম্বর ১৬, ২০২০ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা মাঠে বিক্ষোভ করছে হাটাহাজারী মাদরাসার ছাত্ররা। আন্দোলনরত শিক্ষার্থীদের পূর্ণ সমর্থন জানিয়ে তাদের জন্য খাবার পাঠাচ্ছেন এলাকাবাসী। হাটহাজারীতে অবস্থান করা আমাদের প্রতিনিধি এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ জোহর থেকে দারুল উলূম হাটহাজারীর ছাত্ররা জামিয়া ময়দানে এ বিক্ষোভ শুরু করেছে।

জানা গেছে, ‘ছাত্রদের আন্দোলনের কারণে আজ মাদরাসার পাক বন্ধ রয়েছে’ এমন একটি সংবাদ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী তাদের জন্য পাউরুটি, কলা, চিরা ও অন্যান্য শুকনো খাবার নিয়ে আসছেন ও ছাত্রদের মাঝে বিতরণ করছেন।

আরও জানা গেছে, মাদরাসা এলাকার আশপাশের লাইট বন্দ করে দেয়া হয়েছে। গেটের বাইরে অবস্থান করছে র‌্যাব, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি কোন দিকে মোড় তা জানার জন্য উদগ্রীব হয়ে আছেন সারাদেশের কওমি ও তাওহিদী জনতা।

এর আগে আনুমানিক বাদ আসরের সময় মাওলানা আহমদ দীদার সাহেবের রুম থেকে মাওলানা মাঈনুদ্দিন রুহিকে বের করে ছাত্ররা গণধোলাই দিয়েছে।

বিক্ষোভ চলাকালীন বিক্ষুব্ধ ছাত্রদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি ঘোষণা করা হয়। দাবিগুলো হলো,

এক. মাওলানা আনাস মাদানীকে অনতিবিলম্বে মাদরাসা থেকে বহিষ্কার করতে হবে।
দুই. ছাত্রদের প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা প্রদান ও সকল প্রকার হয়রানি বন্ধ করতে হবে।
তিন. শায়খুল হাদিস আল্লামা আহমদ শফী অক্ষম হওয়ায় মহাপরিচালকের পদ থেকে সম্মানজনকভাবে অব্যাহতি দিয়ে উপদেষ্টা বানাতে হবে।
চার. উস্তাদদের পূর্ণ অধিকার ও নিয়োগ-বিয়োগকে শুরার নিকট পূর্ণ ন্যস্ত করতে হবে।
পাঁচ. বিগত শুরার হক্কানী আলেমদেরকে পুনর্বহাল ও বিতর্কিত সদস্যদের পদচ্যুত করতে হবে।
এদিকে রাত পৌনে ১০ টায় আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নিতে জরুরী বৈঠক করে সিদ্ধান্ত ঘোষণা দেয়া হয়েছে।

হাটহাজারী মাদ্রাসার অন্যতম শুরা সদস্য হযরতুল আল্লাম নোমান ফয়েজী সাহেব মজলিশে শুরার সিদ্ধান্ত ঘোষণা করেছেন-আনাস মাদানী হাটহাজারি মাদরাসা থেকে স্থায়ী ভাবে বহিস্কার করা হলো।’
https://m.facebook.com/story.php?story_fbid=766760707491399&id=100024724313991

হাটহাজারি থেকে আনাস বহিষ্কার
রুহিকে উত্তম মাধ্যম ছাত্র জনতার
আজকের হাটহাজারী মাদ্রাসার সিদ্ধান্ত।
১। আনাস বহিস্কার।
২। আজ থেকে কোন ছাত্রকে হায়রানি কর হবে না।
৩। আগামী শনিবার শুরার মিটিংয়ে বাকি দাবীগুলোর সিদ্ধান্ত হবে।