সিলেটশুক্রবার , ২ অক্টোবর ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

লালবাজারস্থ আল-ফালাহ টাওয়ারে সিটি অফসেট প্রেসের নতুন অফিস উদ্বোধন

Ruhul Amin
অক্টোবর ২, ২০২০ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:
২০০২ খ্রিস্টাব্দে সিলেট শহরের বারুতখানায় সিটি অফসেট প্রেসের যাত্রা শুরু হয়েছিলো। দীর্ঘ আটারো বছর থেকে প্রতিষ্ঠানটি গ্রাফিক্স ডিজাইন, মুদ্রণ এবং বাঁধাই শিল্পের ক্ষেত্রে কাস্টমার সেবা দিয়ে আজ বড় পরিসরের প্রয়োজনে স্থানান্তর হয়ে নতুন অফিস এবং নতুন কারখানা উদ্বোধন করছে, যা সত্যই আনন্দের বিষয়। আমরা আশা করি, এই প্রেস দিনদিনে আরও উন্নত হবে এবং দীর্ঘকাল গ্রাহকসেবা দিয়ে যাবে।
১ অক্টোবর ২০২০ বাদ আছর আল-ফালাহ টাওয়ার, লালবাজার (বন্দরবাজারের পাশে), সিলেটে-এ সিটি অফসেট প্রেসের নতুন অফিস উদ্বোধনকালে বক্তরা একথাগুলো বলেন।
প্রেসের সত্ত্বাধিকারী কবি ও গবেষক সৈয়দ মবনু’র সভাপতিত্বে প্রেসের সেবা সম্পর্কে বক্তব্য রাখেন সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সৈয়দপুর ফাজিল মাদরাসার প্রিন্সিপাল ড. হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ, ছাড়াকার মতিউল ইসলাম মতিন, তরুণ রাজনীতিবীদ মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সমাজ সেবক মোহাম্মদ কাওসার আহমদ চৌধুরী, গবেষক কিশওয়ার মোশাররফ, সাংবাদিক নোমান বিন আরমান, দৈনিক সিলেট ডাকের বিভাগীয় সম্পাদক ফায়যুর রহমান, আল ফালাহ মার্কেটের ব্যবসায়ি সমিতির সভাপতি হাফিজুর রহমান, প্রগতিশীল পাঠক সংঘ শৈলীর উপদেষ্ঠা হেলাল হামাম, মাওলানা আব্দুর রহমান জামী, শৈলীর সাবেক সভাপতি মসজিদুল ইসলাম চৌধুরী, জামিআ সিদ্দিকিয়ার শিক্ষক মাওলানা মোহাম্মদ জাফর ইকবাল, তরুণ প্রচ্ছদশিল্পী নাওয়াজ মারজান, শিল্পী শেখ এনাম, শিল্পী মাসুম বিল্লাহ, শৈলীর সাহিত্য সম্পাদক অরূপ নাগ, কবি সৈয়দ ফরহাদ, শৈলীর সভাপতি সুফিয়ান আহমদ, হাফিজ জামিল আহমদ, কবি হুসাইন মোহাম্মদ ফাহিম, কবি সাইয়্যিদ মুজাদ্দিদ, কামাল উদ্দীন, খায়রুল ইসলাম, রাসেল আহমদ, খায়রুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন বালুচরস্থ জামিআ সিদ্দিকিয়ার পরিচালক মুফতি মাওলানা মনসুর আহমদ।