সিলেটশনিবার , ১০ অক্টোবর ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরের দাওরাই বাজারে মাদানী সংগ্রাম পরিষদের দোয়া মাহফিল অনুষ্ঠিত

Ruhul Amin
অক্টোবর ১০, ২০২০ ১২:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: শুক্রবার বিকেলে জগন্নাথপুরের দাওরাই বাজারে মাদানী সংগ্রাম পরিষদের উদ্যোগে আল্লামা শাহ আহমদ শফি, সদরে জমিয়ত আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমাম বাড়ি, ওলি ইবনে ওলি আল্লামা খলিলুর রহমান (র) স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। মাদানী সংগ্রাম পরিষদের সভাপতি মাওলানা এমদাদুল রহমান খানের সভাপতিত্বে, এরশাদ খান আল হাবীব ও কে এম ফয়েজ আহমদ এর পরিচালনায় কালামে পাক থেকে তেলাওয়াত করেন ক্বারি মইনুল ইসলাম খান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি, জামিয়া দারুল কুরআন দয়ামির মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ মুশাহীদ আহমদ দয়ামীরি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফি রহঃ হেফাজতের ১৩ দফা দাবি নিয়ে যে আন্দোলন সংগ্রাম করেছিলেন, শাপলা চত্বরে ধর্ম প্রাণ মুসলমান কে নিয়ে যে দাবি গুলো আদায় করতে সরকার কে আহবান করেছিলেন,যদি সরকার দাবি আদায় করতো তা হলে আজ আমাদের কে এই দিন দেখতে হতোনা। তিনি আরো বলেন উলামায়ে কেরামের আন্দোলন একদিন না একদিন সফল হয়।
পত্রিকার পাতা খুললেই দেখা যায় নারীর ইজ্জত হরণ,গুম,খুন,নির্যাতন,জুলুম, নিপিড়ন, চলতেই আছে।
আমাদের দাবি আল্লাহ তালা কুরআনে যে আইনের কথা বলেছেন সে আইন যেন বাস্তবায়ন করা হয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সৈয়দ মাসরুর আহমদ সাহেব,মাওলানা শায়েখ ছমিরুদ্দীন সাহেব, বিশেষ মেহমানবৃন্দের মধ্যে আলোচনা করেন পীর জাদা সৈয়দ তালহা আলম, জনাব আয়ুইব খান,জনাব ইসরাই আহমদ, জনাব পারভেজ চৌধুরী প্রমুখ।
জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন
মাওলানা আহমদ আলী আজীজি,
মাওলানা মুতিউর রহমান জগন্নাথপুরী,মাওলানা রসিদ আহমদ, মাওলানা আব্দুস সালাম, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা শাহেদ আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন মাওলানা কে এম ফয়েজ আহমদ। অন্যান্যের মধ্যে
উপস্থিত ছিলেন জনাব আজিজুল ইসলাম, মোঃ সেবুল খান,মোঃ মিজান মিয়া,মোঃ জুনাইদ আহমদ প্রমুখ।