সিলেটমঙ্গলবার , ২৯ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গাদের নিয়ে রিট কার্যতালিকা থেকে বাদ

Ruhul Amin
নভেম্বর ২৯, ২০১৬ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:  মিয়ানমার সেনাবাহিনীর হাতে নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের বাংলাদেশে অনুপ্রবেশে বাধা না দিতে করা রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ (আউট অব লিস্ট) দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ।\

মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহম্মদ উল্লাহর গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবু ইয়াহিয়া দুলাল। রিটে স্বরাষ্ট্র সচিব, বিজিবির মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

আবু ইয়াহিয়া দুলাল জানান, ‘একাত্তরে মুক্তিযুদ্ধের সময় ভারত সরকার আমাদের এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছিলেন। তৎকালীন ইন্দ্রিরা গান্ধী সরকার আমাদেরকে খাবার ও ওষুধসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। এখন মিয়ানমারের রোহিঙ্গাদের উপর বর্বরতা চলছে। তাই মানবিক কারণে নির্যাতিত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিতে রিটটি করেছি।’

রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধে দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণ সুপ্রিম কোর্টে কয়েক দিন ধরে প্রতিবাদ সমাবেশ চলছে। নির্যাতন বন্ধে প্রতিবাদ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিও। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানিয়েছেন, মানবিক কারণে কিছু রোহিঙ্গাকে প্রবেশ করতে দেয়া হচ্ছে। তাদেরকে ওষুধ ও খাবার দেয়া হচ্ছে।