সিলেটমঙ্গলবার , ২৯ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বুধবার সিলেট সিটির ২৭টি ওয়ার্ডে একযোগে মশা নিধন

Ruhul Amin
নভেম্বর ২৯, ২০১৬ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী  এনামুল হাবিব সম্মিলিত প্রচেষ্টায় ম্যালেরিয়া-ডেঙ্গুর মূলোৎপাটনের মাধ্যমে নিরপদ নগরী উপহার দিতে প্রস্তুত। তিনি জানিয়েছেন খুব তাড়াতাড়ি তারা অভিযান শুরু করছেন। বুধবার (৩০ নভেম্বর) থেকেই সিলেট সিটি কর্পোরেশনের ২৭টি  ওয়ার্ডে একযোগে কাজ শুরু করবেন।
সোমবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একাজে স্প্রেম্যানদের সার্বিক সহযোগিতার পাশাপাশি প্রয়োজন ময়লা আবর্জনার ব্যপারে সচেতনতা। নিজ বাড়ি বা বাসা সংলগ্ন এলাকা ও আঙ্গিনার ময়লা আবর্জনা ও ছোটখাটো ঝোপঝাড় কেটে পরিস্কার করার মাধ্যমে সচেতন নাগরীকরা মশা নিয়ন্ত্রনে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করতে পারেন।তাছাড়া রাস্তাঘাটে ময়লা না ফেলে যেসব এলাকায় সিটি কর্পোরেশনের ডাস্টবিনে ফেলে একটি নগরীকে পরিস্কার রাখতে রাখতে পারেন। ফলে নাগরীক জীবনে স্বস্তি নেমে আসতে পারে।
উল্লেখ্য, গত কিছুদিন থেকে সিলেট মহানগরীতে মশার উৎপাত ভয়ানক হারে বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিদিন ম্যালেরিয়া ও মশাবাহিত অন্যান্য রোগে আক্রান্ত হয়ে লোকজন হাসপাতালে ভর্তি হচ্ছেন।