সিলেটমঙ্গলবার , ২৯ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আইনজীবী মজলিস’র আহবায়ক কমিটি গঠিত

Ruhul Amin
নভেম্বর ২৯, ২০১৬ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:   আইনজীবী মজলিস ঢাকা মহানগরী আহবায়ক কমিটি গঠিত ২৮ নভেম্বর ২০১৬: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ন্যায়বিচার নিশ্চিতে আইনজীবিদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সততা, দক্ষতা ও ন্যায়পরায়নতার মাধ্যমে আইন পেশায় নিয়োজিত ব্যক্তিগণ বিচারপ্রার্থীদের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেন। শুধু বিচারাঙ্গণেই নয় দেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে গণ- মানুষের অধিকার প্রতিষ্ঠায়ও আইনজীবীদের ভূমিকা রয়েছে। খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে আইনজীবীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আজ রবিবার বিকাল ৪টায় বিজয়নগরস্থ মজলিস মিলনায়তনে ঢাকা মহানগরী সভাপতি আলহাজ্ব শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, এডভোকেট মো: মিজানুর রহমান, এডভোকেট মো: আকবর হোসনে, এডভোকেট মো: রফিকুল ইসলাম, এডভোকেট সোয়াইব আহমদ, এডভোকেট মো: মহীদুল্লাহ, এডভোকেট এনায়েত রাব্বী, এডভোকেট আমজাদ হোসাইন, এডভোকেট সৈয়দ মুহাম্মদ সানাউল্লাহ, তাওহিদুল ইসলাম তুহিন, কাজী আরিফুর রহমান, মো: ফরিদ আহমদ প্রমুখ। সভায় সুপ্রীমকোর্টের আইনজীবী এডভোকেট আকবর হোসনেকে আহ্বায়ক ও এডভোকেট মো: রফিকুল ইসলামকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আইনজীবি মজলিস ঢাকা মহানগরীর কমিটি গঠন করা হয়।