সিলেটবুধবার , ২৮ অক্টোবর ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের কানাইঘাট সদর ইউনিয়ন কমিটি গঠন

Ruhul Amin
অক্টোবর ২৮, ২০২০ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

বিজ্ঞপ্তি

গতকাল ২৪ অক্টোবর ২০২০ রোজ শনিবার বিকাল ৪.০০ ঘটিকায় জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের কানাইঘাট উপজেলার ০৬-নং সদর ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে স্হানীয় ছোটদেশ বাজারে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে মো: তাজ উদ্দিন কে সভাপতি, ইমাদুর রহমান এমাদ’কে কে সাধারণ সম্পাদক এবং আলমগীর কবির কে সাংগঠনিক সম্পাদক করে মোট ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। বড়দেশ উচচ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মো: নুর উদ্দিন এর সভাপতিত্বে ও জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদ কানাইঘাট উপজেলা শাখার যুগ্ম আহবায়ক ও দয়ামীর ডিগ্রি কলেজের প্রভাষক আফসার উদ্দিন আহমেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উক্ত প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন উপজেলা কমিটির আহবায়ক, বিশিষ্ঠ শিক্ষানুরাগী ও শিকড় সন্ধানী লেখক মোঃ মোঃ মোশতাক চৌধুরী। এ ছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন সাবেক ছাত্র নেতা , বিশিষ্ঠ ব্যাংকার ও উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক মো: জাকারিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবী ও যুবনেতা মো: তাজ উদ্দিন, সমাজসেবা অফিসার জয়নাল উদ্দিন চৌধুরী, বড়দেশ হাইস্কুলের সহকারী শিক্ষক জসীম উদ্দিন, সমাজ সেবক মো: জালাল উদ্দিন, শিক্কক নেতা আহমেদুল কবির মান্না, সাবের ছাত্র নেতা আদনান, শ্রমিক নেতা আলমগীর কবির, জাহিদুর রহমান, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুন আহমদ, আশরাফ উদ্দিন শাকিল, ফয়ছল আহমদ, রেজওয়ানুল করিম জেকশন, নাজমুল আলম, আলমগীর এইচ তানিম, নেওয়াজ শরিফ, জাহাংগীর আলম সামীম প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানিগন্জ উপজেলার ঘরে ঘরে গ্যাস চাই, সিলেট গ্যাস ফিল্ড ও কোম্পানিগন্জের আইটি পার্কে অগ্রাধিকার ভিত্তিতে কর্মকর্তা – কর্মচারী নিয়োগ চাই আন্দোলনকে ইউনিয়ন থেকে উপজেলায় বেগবান করতে হবে। তিনি বলেন আজকে কানাইঘাট সদর ইউনিয়ন এর যে বলিষ্ঠ কমিটি হলো এই কমিটির নেতৃত্বে প্রতিটি গ্রাম থেকে আমাদের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার কন্ঠে এগিয়ে আসতে হবে তবেই আমরা আমাদের কাংখিত লক্ষ্যে পৌছাবো ইনশাআল্লাহ। বিশেষ অতিথি মোঃ জাকারিয়া তাঁর বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে বলেন, গ্যাস আমার দাবি নয়, গ্যাস আমার অধিকার এবং তা আমরা আদায় করে ছাড়বো।