সিলেটশনিবার , ৩১ অক্টোবর ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মোহনগঞ্জ সম্মিলিত উলামা পরিষদের বিক্ষোভ মিছিল

Ruhul Amin
অক্টোবর ৩১, ২০২০ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

 

মোহনগঞ্জ প্রতিনিধি: ফ্রান্স সরকারের মদদে মহানবী হযরত মোহাম্মদ (সা:) এর অবমাননার প্রতিবাদে ও তাদের পণ্য বর্জনের আহবান জানিয়ে শনিবার নেত্রকোণা জেলার মোহনগঞ্জে সম্মিলিত উলামা পরিষদের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্টিত হয়। সারা বিশ্বের ন্যায় মোহনগঞ্জের তৌহিদী জনতাও আজকে বিক্ষোভ মিছিল প্রদর্শন করলো। বিশ্বনবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে তৌহিদী জনতার উপস্থিতি ছিল সাড়া জাগানোর মতো।‌‌
মিছিলকে সফল করতে বাস্তবায়ন কমিটির তত্বাবাধনে সমাবেশে বিভিন্ন প্রান্ত থেকে খন্ড খন্ড মিছিল সহ লোকজন আসতে থাকে।বিশেষত জামিয়া কাসীমিয়ার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান, দারুল কুরআন মাদরাসার মুহতামিম মুফতি মাজহরুল হক কাসেমী, জামিয়া মাদানিয়া নওহালের মুহতামিম মাওলানা মাসুম আহমদ, খাদিমুল কুরআন ঝিমটির মুহতামিম মাওলানা আল আমীন, শিবির মসজিদের ইমাম মাওলানা জামিল আহমদ প্রমুখের নেতৃত্বে বিভিন্ন মাদরাসার শিক্ষক ও মসজিদের ইমাম সাহেবগন এলাকার সর্বসাধারণকে নিয়ে মোহনগঞ্জ রেলষ্টেশন চত্বরে মিছিলের সহকারে জমায়েত হন। বেলা ১১ টায় সম্মিলিত উলামা পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মাওলানা নুরুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন, বড় মসজিদের খতিব মুফতি আমির আহমদ, পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মাসুম আহমদ, মুফতি মাজহারুল হক কাসেমী, মাওলানা মুখলিসুর রহমান,নগর মাদানিয়া বালিকা মাদরাসার পরিচালক মাওলানা রুহুল আমীন নগরী। এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুল্লাহ,মাওলানা ইয়াসীন আহমদ, মাওলানা সফিউল্লাহ,মাওলানা কামাল উদ্দীন,মাওলানা জামিল আহমদ, মাওলানা আফজাল হুসাইন,মাওলানা আবুল বাশার,মাওলানা ইয়াকুব হুসাইন আশরাফী সহ প্রমুখ উলামায়ে ক্বেরাম।
সমাবেশে বক্তারা ফ্রান্স সরকারের ঘৃণ্য কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে বাংলাদেশ সরকার কর্তৃক নিন্দা প্রস্তাবের দাবি জানান। এবং ফ্রান্সের সকল প্রকার পণ্য বর্জনের জন্যে সকলের প্রতি আহবান জানান।