সিলেটরবিবার , ১ নভেম্বর ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আমি এসেছি রাসূলের অপমানের বিরুদ্ধে প্রতিবাদ করতে: কাদের সিদ্দিকী

Ruhul Amin
নভেম্বর ১, ২০২০ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট ডেস্ক: মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর প্রধান ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা করলে সেটা নিশ্চয় আল্লাহর আরসে গৃহিত হবে। আমি এসেছি রসুলের অপমানের বিরুদ্ধে প্রতিবাদ করতে। একজন মুসলমান হিসেবে একজন মানুষ হিসেবে আমি এটা কর্তব্য মনে করেছি বলে এখানে এসেছি। আপনাদের প্রতি অনুরোধ যে কোন আন্দোলনে যে কোন প্রতিবাদে মানুষকে শরিক করবেন জয় লাভ করবেন।

শনিবার সকালে টাঙ্গাইল জেলা ইমাম ও মোয়াজ্জিন পরিষদের উদ্যোগে ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবীর অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে কয়েক হাজার মুসল্লির সমন্বয়ে একটি বিশাল মিছিল বের হয়। এ সময় বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম মিছিলে যোগ দেন।

এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতীয় সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব দেওয়ার দাবি জানান।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এসে সমাবেশ করে। সমাবেশ থেকে ফ্রান্সের সকল পণ্য বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে।