সিলেট ৮ই ফেব্রুয়ারি, ২০২৩ ইং | ২৫শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২০
।। মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ।।
ভিডিওটি দেখলাম। আমার গা শিহরিয়ে উঠল। সিলেট থেকে ঢাকার পথে রওনা হয়েছি। স্লোগানগুলো শোনার পর চলন্ত গাড়ির সিটে কিছু সময় ‘থ’ হয়ে বসে রইলাম। আমি কি উগ্রহিন্দুবাদী বিজেপি শাসিত কোনো অঞ্চলে অবস্থান করছি? না আমার সাম্প্রদায়িক সম্প্রীতির সোনার বাংলাদেশে?
এ ধরনের স্লোগান? বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের রাজপথে? হিন্দু সম্প্রদায়ের মুষ্টিমেয় কয়েকজন সদস্য। ওদের এতো দুঃসাহস হয় কী করে? আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কোথায় ছিল? ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন? সাধারণ জনতা যদি ওদের ঘেরাও করে ফেলত? তখন এর দায়ভার কার উপর বর্তাতো? চিন্তা করেছে কেউ?
বাংলাদেশে ধর্মীয় কোনো সংগঠনের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়সহ সংখ্যালঘু কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে আজ পর্যন্ত কাউকে বক্তব্য, স্লোগান দিতে দেখা যায়নি। হেফাজত বলুন, চরমোনাই বলুন; কেউতো ওদের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয়নি। হঠাৎ ধৃষ্টতাপূর্ণ এ আচরণ কেন? হেফাজতের কোনো নেতাকর্মী দ্বারা ওরা কি কখনো নির্যাতিত হয়েছে? আলেম উলামারা কি কখনো ওদের বাড়ীঘর লুটপাট করেছে? জ্বালিয়ে দিয়েছে? কেন ওরা এভাবে রাস্তায় দাঁড়িয়ে আস্ফালন দেখাল?
কওমী মাদ্রাসাগুলো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সুনাম, সুখ্যাতি গোটা দুনিয়া ব্যাপী। এরা নিরিবিলি ধর্মীয় শিক্ষা দিয়ে যাচ্ছ। দিন দিন কওমী মাদ্রাসার সংখ্যাও বাড়ছে। বৃদ্ধি পাচ্ছে শিক্ষার্থীদের সংখ্যাও। এমনকি, যে ইংরেজ স্বেত ভল্লুকদের ভারত ছাড়া করল কওমী সন্তানেরা সেই তাদের দেশেও আজ কওমী মাদ্রাসা স্বগৌরবে খেদমত আন্জাম দিয়ে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী, মন্ত্রীপরিষদ, পুলিশ কর্মকর্তা সকলেই প্রশংসায় পঞ্চমুখ। সেই কওমী মাদ্রাসাকে ওরা টার্গেট বানাল কেন? কওমী মাদ্রাসা ওদের কি সমস্যা করেছে?
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com