সিলেটবৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

গফরগাঁওয়ে যুব জমিয়তের সমাবেশে জুনাইদ আলহাবিব: জমিয়তের ইতিহাস আকাবিরদের রক্তঝড়ানো ইতিহাস

Ruhul Amin
নভেম্বর ১২, ২০২০ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট, গফরগাঁও প্রতিনিধি:জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুনাইদ আল হাবিব বলেছেন, জমিয়তের ইতিহাস আকাবিরদের রক্তঝড়ানো ইতিহাস। উপমহাদেশের স্বাধীনতার মূলে দারুল উলুম দেওবন্দ তথা আমাদের পুর্বসুরীদের অবদানই বেশি। তিনি বৃটিশ বিরোধী আন্দোলনে উলামায়ে কেরামের ইতিহাস তুলে ধরে বলেন,সেই ধারাবাহিকতায়ই ৭১ এর মুক্তিযুদ্ধে জমিয়তের নেতৃবৃন্দ অবদান রেখেছেন। তিনি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ভেদাভেদ ভুলেগিয়ে জমিয়তের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের আহবান জানান। তিনি ইসলামী আন্দোলন সংগ্রামে শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক, মুফতি ফজলুল হক আমিনী, খতিব উবায়দুল হক, আল্লামা শাহ আহমদ শফী এবং মাওলানা মুহিউদ্দীন খান (র) দীর্ঘত্যাগের কথা স্মরণ করিয়ে বলেন আজ তারা নেই, তাই আল্লামা নুর হোসাইন কাসেমী ও আল্লামা জুনাইদ বাবুনগরীর নেতৃত্বে নাস্তিক মুর্তাদদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি (১২ নভেম্বর) বৃহস্পতিবার বিকেলে ময়ময়নসিংহ জেলার গফরগাঁও উপজেলা যুব জমিয়তের কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাওলানা আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুফতি শায়খ আনোওয়ার মাহমুদ। প্রধান আলোচক ছিলেন ময়ময়নসিংহ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি শায়খ মাহবুবুল্লাহ, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন যুব জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী।
যুব নেতা ইউসুফ বিন মুনীর ও নাদিম হাসান দিলসাদের যৌথপরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বি বাড়ীয়া উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মুফিজুর রহমান, উপজেলা জমিয়তের যুগ্মআহবায়ক মাওলানা আনোয়ার হোসাইন আসাদী,মাওলানা হুমায়ুন কবির, মাওলানা উমর ফারুক,মাওলানা নুরুল ইসলাম, ইইব্রাহিম খলীল হাবিবী, আহমদ আল হাবিব, হাসিব খান, মাওলানা আনিসুর রহমান প্রমুখ। মোনাজাত করেন মাওলানা রাজি নোমানী।
এদিকে সর্বসম্মতিক্রমে মাওলানা মুঈনুদ্দীন আলহাবিবকে সভাপতি,হাফিজ মাও: ইউসুফ বিন মুনীরকে সেক্রেটারি, মাসউদুর রহমান উসমানীকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট যুব জমিয়ত গফরগাঁও উপজেলার কমিটি ঘোষণা করা হয়।