সিলেট ১৬ই জানুয়ারি, ২০২১ ইং | ২রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২০
সিলেট রিপোর্ট:
ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ও ফরাসী পণ্য জাতীয়ভাবে বয়কটের দাবীতে হেফাজতে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার
বেলা ৩ ঘটিকা হতে শুরু হওয়ার কথা থাকলেও
দু ঘটিকা হতে দক্ষিণ বিয়ানীবাজারস্থ ইসলামী ব্যাংকের সামনে শুরু হওয়া সমাবেশে যৌথ পরিচালনা করেন মাওলানা অাব্দুল মালিক কাসিমী, দিলাওয়ার হোসাইন, শরীফুল হাসান ও মনজুরুল হাসান। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা হেফাজত সভাপতি শায়খ অাতিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা হেফাজত নেতা শায়খুল হাদীস মুফতী মুজিবুর রহমান বলেন’ ফ্রান্সের সাথে বাংলাদেশের কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।
তিনি অারো বলেন’
সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে।
স্বাগত বক্তব্যে রায়হান অাহমদ সভায় অাগত সকলের কৃতজ্ঞতা জানান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হেফাজত নেতা শামসুদ্দিন বানীগ্রামী, অাসাদ উদ্দীন অাল মাহমুুদ, অাব্দুল খালিক কাসিমী,ভাইস চেয়ার মুফতী শিব্বির অাহমদ, ফরহাদ অাহমদ, অাব্দুলাহ অাল মামুন সহ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শায়খ অাব্দুশ শহীদ, মাওলানা অাব্দুল হাফিজ শমসেরনগরী,মাওলানা ফয়যুল হাসান খাদিমানী,মাওলানা অাব্দুশ শাকুর, মাওলানা অাব্দুল খালিক, ডা: শিব্বির অাহমদ সুহেল, বিশিষ্ট ব্যবসায়ী সফিক মিয়া মাওলানা কালিমুল্লাহ ফাহাদ,মারুফুল হাসান, সাহেদ অাহমদ,হাফিয অাব্দুলাহ,সুহাইল অাহমদ,ওয়াহিদুর রহমান, হিফজুল অামীন খান,জাকারিয়া বকর,মকবুল হোসেন,মামুন অাহমদ,অাশরাফুল ইসলাম খালেদ চৌধুরী , রায়হান অাহমদ, ফয়সল অাহমদ,অাবুল কালাম,অাবু সাইদ, অাব্দুল কাদির জাফর, অাব্দুল কাদির রিপন,তারেক অাহমদ,জাহেদ অাহমদ,রেদোয়ান অাহমদ,অাব্দুল্লাহ রাহাত,হা: লুকমান অাহমদ,হা:এবাদ,হা:সালাহউদ্দিন, সাখাওয়াত,মাহবুব,হাঃ সালমান,শুয়াইব অাহমদ,অাব্দুল ওয়াদুদ, মনসুর অাহমদ, অাব্দুল হালিম,নাজমুল ইসলাম সহ সর্বস্তরের তৌহিদী জনতা
বিক্ষোভ সমাবেশ শেষে বাদ অাসর প্রতিবাদ মুখর হেফাজত কর্মীরা দক্ষিণ বিয়ানীবাজার থেকে বিশাল মিছিল বের করে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মধ্য বাজারে এসে প্রবীন অালেম শায়খ ফারুক আহমদ সাহেবের দুঅার মাধ্যমে সমাপ্ত হয়।
#we_love_mohammad_ﷺ_challenge
#Boycott_French_Products
#fayezkanfash
#OurProphetOurHonour
#We_Follow_Muhammad_ﷺ
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com