সিলেটরবিবার , ১৫ নভেম্বর ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হেফাজতের কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ তালিকা

Ruhul Amin
নভেম্বর ১৫, ২০২০ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

দেশের বৃহৎতম অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশের আমির নির্বাচিত হয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। মহাসচিব নির্বাচিত হয়েছেন আল্লামা নূর হোসাইন কাসেমী।

রোববার দুপুর ২টা ২০ মিনিটের দিকে সম্মেলনের সভাপতি হেফাজতের সিনিয়র নায়েবে আমিরের পক্ষে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হক এ ঘোষণা দেন। একই সাথে হেফাজতের ১৫১ জনের কেন্দ্রীয় কমিটিও ঘোষণা করা হয়।

প্রধান উপদেষ্ঠা
আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী
উপদেষ্ঠাগণ:
মুফতী আযম আল্লামা আব্দুচ্ছালাম চাটগামী
হযরত আল্লামা সুলতান যওক নদভী
হযরত আল্লামা আব্দুল হালিম বুখারী
হযরত আল্লামা নূরুল ইসলাম আদীব
হযরত আল্লামা মুফতী মুহাম্মদ ওয়াক্কাস
হযরত আল্লামা নোমান ফয়জী (মেখল)
হযরত আল্লামা আব্দুল মালেক হালীম
হযরত আল্লামা হাফেয মুহাম্মদ কাসেম (তালীমুদ্দীন)
হযরত আল্লামা জিয়াউদ্দিন (আঙ্গুরা মাদরাসা)
হযরত আল্লামা মুহাম্মদ ইসহাক
হযরত মাওলানা এ্যডবুকেড আব্দুর রকীব
হযরত আল্লামা মুফতী আবুল হাসান রংপুর
হযরত আল্লামা ইসমাঈল নূরপুরী নরসিংদী
হযরত আল্লামা আশেকে এলাহী বি-বাড়ীয়া
হযরত আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী
হযরত আল্লামা রশিদুর রহমান ফারুক বর্ণভী
হযরত আল্লামা নূরুল হক (বটগ্রাম কুমিল্লা)
অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দেওনা
হযরত আল্লামা আবুল কালাম (মুহাম্মদপুর)
হযরত আল্লামা উবায়দুল্লাহ ফারুক বারিধারা
হযরত আল্লামা ফজলুর রহমান নেত্রকোনা
হযরত আল্লামা সোলাইমান নোমানী
হযরত আল্লামা ফজলুল্লাহ ওয়াহেদীয়া মাদরাসা
হযরত আল্লামা শিব্বির আহমদ নোয়ালী
হযরত আল্লামা জালাল আহমদ ভূজপুর
হযরত আল্লামা আশেক এলাহী উজানী

নায়েবে আমীরগণ:
হযরত মাওলানা হাফেজ নুরুল ইসলাম,প্রিন্সিপাল-খিলগাও মাদরাসা, ঢাকা
হযরত মাওলানা হাফেজ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর রহ. ঢাকা
হযরত মাওলানা শায়খ আহমদ, সিনিয়র মুহাদ্দিস হাটহাজারী মাদরাসা
হযরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরী, প্রিন্সিপাল- মাদরাসা নুরে মদীনা হবিগঞ্জ
হযরত মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী, পরিচালক-জামেয়া ওবায়দিয়া
হযরত আল্লামা মুফতি আহমদুল্লাহ, শায়খুল হাদীস জামিয়া পটিয়া
হযরত আল্লামা আবদুল হামিদ (পীর সাহেব মধুপুর) মুন্সিগঞ্জ
হযরত আল্লামা মুফতি আরশাদ রহমানী, পরিচালক ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা
হযরত মাওলানা মুফতি মাহফুজুল হক, (বেফাক মহাসচিব)
হযরত মাওলানা মুহিবুল হক গাছবাড়ী, শায়খুল হাদীস, দরগাহ মাদরাসা সিলেট
হযরত মাওলানা সাজেদুর রহমান, শায়খুল হাদীস- জামিয়া ইউনুছিয়া বিবাড়ীয়া
হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, সভাপতি-ইত্তেফাকুল ওলামা ময়মনংিহ
হযরত আল্লামা মোহাম্মদ ইয়াহইয়া, হাটহাজারী মাদরাসা
হযরত মাওলানা হাবিবুর রহমান, হাজী সাহেব, লালবাগ মাদরাসা ঢাকা
হযরত মাওলানা আবদুর রব ইউসুফী, পরিচালক- জামেয়া শায়খ জাকারিয়া ঢাকা
প্রফেসর ড. আহমদ আবদুল কাদের, ঢাকা
হযরত মাওলানা আবদুল আউয়াল, খতিব ডি আই টি মসজিদ নারায়নগঞ্জ
প্রফেসর ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন, চট্টগ্রাম
হযরত মাওলানা সরোয়ার কামাল আজিজী, প্রিন্সিপাল- পদুয়া মাদরাসা
হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান কাসেমী, পরিচালক-নাজিরহাট মাদরাসা
হযরত মাওলানা ফোরকানুল্লাহ খলিল দারুল মাআরিফ
হযরত মাওলানা মুফতি জসিম উদ্দিন হাটহাজারী
হযরত আল্লামা হাফেজ তাজুল ইসলাম (পীর সাহেব ফিরোজশাহ)
হযরত মাওলানা আনোয়ারুল করিম (পীর সাহেব যশোর)
হযরত মাওলানা মোশতাক আহমদ, প্রিন্সিপাল দারুল উলুম, খুলনা
হযরত মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, পরিচালক- আরজাবাদ মাদরাসা
হযরত মাওলানা আনাস ভোলা
হযরত মাওলানা রশিদ আহমদ জামেয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ।
হযরত মাওলানা জাফরুল্লাহ খান, ঢাকা
হযরত মাওলানা নুরুল ইসলাম খান, শায়খুল হাদীস- সুনামগঞ্জ
হযরত মাওলানা নেজাম উদ্দিন, পরিচালক-মীর ওয়ারিসপুর মাদরাসা নোয়াখালী
হযরত মাওলানা আবদুল হালিম, পরিচালক বাজার রোড মাদরাসা বরিশাল
হযরত মাওলানা মোহাম্মদ ইউনুস, পরিচালক-জুম্মাপাড়া মাদরাসা রংপুর
হযরত মাওলানা জাহেদুল্লাহ, পরিচালক ইছাপুর মাদরাসা

যুগ্মমহাসচিব-
মাওলানা জুনায়েদ আল হাবিব,
মাওলানা মামুনুল হক,
মাওলানা লোকমান হাকিম,
মাওলানা নাসির উদ্দিন মুনির।

সহকারি মহাসচিব-
মাওলানা ফজলুল করীম কাসেমী,
মাওলানা সাখাওয়াত হোসাইন খুলনা,
মাওলানা খুরশিদ আলম কাসেমী,
মাওলানা মনঞ্জুরুল ইসলাম আফেন্দি,
মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী,
মাওলানা আব্দুল বাসেত খান,
মাওলানা আশরাফ আলী নিজামপুরী,
মাওলানা মাহমুদুল হাসান ফাতেহপুরী,
মাওলানা মুফতি আজহারুল ইসলাম,
মুফতি রহিমুল্লাহ কাসেমী,
মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি,
মাওলানা মূসা বিন ইজহার,
মাওলানা জাফর আহমদ ভাটুয়া,
মাওলানা হাবিবুল্লাহ আজাদী,
মাওলানা শফিক উদ্দিন,
মাওলানা জসিমুদ্দিন লালবাগ,
মাওলানা জালাল উদ্দিন আহমাদ,
মাওলানা হাসান জামিল।

সাংগঠনিক সম্পাদক-
মাওলানা আজিজুল হক ইসলামাবাদী,

সহকারী সাংগঠনিক সম্পাদক-
মাওলানা মুজিবুর রহমান হামিদী,
মুফতি সাখাওয়াত হোসাইন রাজী,
মাওলানা মাসউদুল করীম টঙ্গী,
মাওলানা মীর মুহাম্মদ ইদ্রিস,
মাওলানা শামসুল ইসলাম জিলানী,
মুফতি ওমর ফারুক,
মাওলানা আতাউল্লাহ আমেনী ঢাকা,
মাওলানা আফিমুল হক হবিগঞ্জ,
মাওলনা মাহমুদুল আলম রংপুর।

অর্থ সম্পাদক-
মুফতি মুনির হোসাইন কাসেমী,

সহকারী অর্থ সম্পাদক-
মাওলানা হাফেজ মুহাম্মদ ফয়সাল,
মাওলানা লোকমান মাজহারী,
মাওলানা মুহাম্মদ আহসান উল্লাহ,
মাওলানা মুহাম্মদ ইলিয়াস হামেদী।

প্রচার সম্পাদক-
মাওলানা জাকারিয়া নোমান ফয়জী,

সহকারী প্রচার সম্পাদক-
মাওলানা মুহাম্মদ ইয়াকুম ওসমানী,
মাওলানা ফয়সাল অঅহমদ মোহাম্মদপুর ঢাকা,
মুফতি শরীফুল্লাহ,
মাওলানা ফেরদাউসুর রহমান নারায়ণগঞ্জ,
হাফেজ সায়েম উল্লাহ।

শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক-
মুফতি হারুন ইজহার।

সহকারী শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক-
মাওলানা জুনায়েদ বিন জালাল।

সাহিত্য ও প্রশিক্ষণ সম্পাদক-
মাওলানা হারুন আজিজী নদভী,
মাওলানা মাহবুবুর রহমান হামিদ।

সমাজ কল্যাণ সম্পাদক- মুফতি কুতুবুদ্দিন নানুপুরী, সহকারী সমাজ কল্যাণ সম্পাদক, মাওলানা হাফেজ সালামত উল্লাহ। আইন বিষয়ক সম্পাদক- অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী (সাবেক এমপি), সহকারী আইন বিষয়ক সম্পাদক- অ্যাডভোকেট নিজামুদ্দিন।

দাওয়াহ সম্পাদক- মাওলানা নাজমুল হাসান, সহকারী দাওয়াহ সম্পাদক- মাওলানা মুশতাকুন্নবী, আহমদ আলী কাসেমী। তথ্য ও গবেষণা সম্পাদক- মাওলানা ওবায়দুর রহামান খান নদভী। ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক- মুফতি মুহাম্মদ আলী। সহকারী ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক- মাওলানা জাকারিয়া মাদানী, মাওলানা গাজী ইয়াকুব। ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক- মাওলানা হাফেজ মুহাম্মদ খুবায়েব। সহকারী ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক- মাওলানা জিয়াউল হুসাইন। আন্তর্জাতিক সম্পাদক- হেলাল উদ্দিন নানুপুরী, সহকারী আন্তর্জাতিক সম্পাদক- আনোয়া শাহ আজহারী, আব্দুল কাদের সালেহ লন্ডন, মাওলানা আব্দুস সালাম পাটওয়ারী, মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা রফিক আহমদ নিউয়ার্ক, মাওলানা গোলাম কিবরিয়া লন্ডন।

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক- মাওলানা ড. নুরুল আবছার আজহারী, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক- মুফতি হুমায়ুন কবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দফতর সম্পাদক- মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়ব, সহকারী, দফতর সম্পাদক- আবু তাহের ওসমানী, মাওলানা সিদ্দিকুল ইসলাম তোফায়েল।

সদস্য- মাওলানা আবু তাহের নদভী পটিয়া, মুফতি কেফায়েত উল্লাহ হাটহাজারী, মাওলানা আজিজুল হক আল মাদানী, মাওলানা আলী ওসমান, মুফতি বশিরুল্লাহ, মুহাম্মদ শফি বভুয়া, আবুল হোসাইন সাতকানিয়া, হাফেজ ইলিয়াস হামেদী, আনওয়ারুল আলম চিরিঙ্গা, শেখ মুজিবুর রহমান, আব্দুর রহমান কাসেমী বিবাড়িয়া, কারী জহিরুল ইসলাম, জামিল আহমদ চৌধুরী মৌলভীবাজার, বশির আহমদ মুন্সিগঞ্জ, তাফাজ্জুল হক আজিজ সুনামগঞ্জ, আলী আকবর সাভার, আবু আব্দুর রহিম নরসিংদী, আব্দুল কুদ্দুস মানিকনগর, মুফতি আবু সাঈদ ফরিদাবাদ মাদরাসা, এনামুল হক আলমাদানী, আব্দুল মুবিন, মুহাম্মদ উল্লাহ জামি, রফিকুল ইসলাম মাদানী, হাফেজ শুয়াইব মাক্কি, নূর হুসাইন নুরানী, মাওলানা আব্দুল মান্নান আম্বরশাহ, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা সাঈদ নূর।

এর আগে এদিন সকাল সাড়ে ১০টায় দারুল উলুম হাটহাজারী মাদরাসায় সংগঠনটির কাউন্সিল শুরু হয়। তাতে প্রায় সাড়ে ৩’শ কেন্দ্রীয় শীর্ষ মুরুব্বিরা উপস্থিত ছিলেন।