সিলেট ৫ই ফেব্রুয়ারি, ২০২৩ ইং | ২২শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৬
ডেস্ক রিপোর্ট:
চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। (২৯ নভেম্বর)মঙ্গলবার রাত ৯টায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জোটের শীর্ষ নেতা খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, খেলাফত মজলিসের চেয়ারম্যান মাওলানা মো. ইসহাক, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এড. মাওলানা আবদুর রকিব, লেবারপার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, সাম্যবাদী দলের (একাংশ) চেয়ারম্যান সাঈদ আহমেদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব গোলাম মুহিউদ্দীন ইকরাম, জামায়াতের কর্মপরিষদ সদস্য আবদুল হালিম, জাতীয়পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, এলডিপির মহাসচিব ড. রেওদয়ান আহমেদ, জাগপার মহাসচিব খন্দকার লুৎফর, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ। এদিকে বুধবার রাতে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া।
তবে জমিয়তে উলামায়ে ইসলাম ও জামায়াতে ইসলামীর কোন র্শীষ নেতা আজকের বৈঠকে যোগদান করেননি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com