সিলেটসোমবার , ১৬ নভেম্বর ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের ঝিঙাবাড়ি ইউপি কমিটি গঠন

Ruhul Amin
নভেম্বর ১৬, ২০২০ ১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিজ্ঞপ্তি :

গত ১৪ নভেম্বর ২০২০ রোজ শনিবার বিকাল ৪.০০ ঘটিকায় জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের কানাইঘাট উপজেলার ০৮-নং ঝিঙাবাড়ি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে স্হানীয় শহর উল্লা বাজারে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সর্বসম্মতিক্রমে স্বনামধন্য শিক্ষক মাহবুবুর রহমান মাহবুব কে সভাপতি, জনপ্রিয় ও মেধাবী শিক্ষক শাহনেওয়াজ খসরু ‘কে সাধারণ সম্পাদক এবং শিক্ষক মুনতাসীর আহমদ’ কে সাংগঠনিক সম্পাদক করে মোট ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। এলাকার বিশিষ্ট মুরব্বি জনাব মো: আবুল হাসনাত এর সভাপতিত্বে ও স্বনামধন্য শিক্ষক মাহবুবর রহমান মাহবুব এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাজার মসজিদের ইমাম মাওলানা আমির আলী। প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও উপজেলা কমিটির আহবায়ক, বিশিষ্ঠ শিক্ষানুরাগী ও শিকড় সন্ধানী লেখক মোঃ মোঃ মোশতাক চৌধুরী। এ ছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন উপজেলা আহবায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল বাসিত বিলাল, উপজেলা আহবায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী সোহেল আহমদ চৌধুরী ও আহবায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবী ও শিক্ষক শাহনেওয়াজ খসরু, হুমায়ুন কবির, মুনতাসীর আহমদ ও সালেহ আহমদ প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানিগন্জ উপজেলার ঘরে ঘরে গ্যাস চাই, সিলেট গ্যাস ফিল্ড ও কোম্পানিগন্জের আইটি পার্কে অগ্রাধিকার ভিত্তিতে কর্মকর্তা – কর্মচারী নিয়োগ চাইএ আন্দোলনকে ইউনিয়ন থেকে উপজেলায় বেগবান করতে হবে। তিনি বলেন আজকে ঝিঙা বাড়ি ইউনিয়ন এর যে বলিষ্ঠ কমিটি হলো এই কমিটির নেতৃত্বে প্রতিটি গ্রাম থেকে আমাদের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার কন্ঠে এগিয়ে আসতে হবে তবেই আমরা আমাদের কাংখিত লক্ষ্যে পৌছাবো ইনশাআল্লাহ। বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে বলেন, গ্যাস আমার দাবি নয়, গ্যাস আমার অধিকার এবং তা আমরা আদায় করে ছাড়বো।