সিলেটমঙ্গলবার , ২৯ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বৃহস্পতিবার মিয়ানমার দূতাবাস অভিমুখে হেফাজতের মিছিল

Ruhul Amin
নভেম্বর ২৯, ২০১৬ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:  আগামী ১ ডিসেম্বর  বৃহস্পতিবার  সকাল ১০টায় ঢাকাস্থ মিয়ানমার দূতাবাস অভিমুখে প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি দেবে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর। মিয়ানমারে নির্বিচারে রোহিঙ্গা মুসলমান নারী-পুরুষ ও শিশু হত্যার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর আহ্বানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হবে।  মঙ্গলবার রাজধানীর বারিধারা জামিয়া মাদানিয়া আরাবিয়া মাদ্রাসা হলরুমে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর সভাপতি মাওলানা নুর হোসাইন কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সহসভাপতি মুফতী ফয়জুল্লাহ, অধ্যাপক আহমদ আবদুল কাদের, মাওলানা মুজিবুর রহমান পেশওয়ারী, মহানগর সেক্রেটারী মাওলানা আবুল হাসানাত আমিনী, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতী সাখাওয়াত হোসাইন, দপ্তর সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আনছারুল হক ইমরান, ছাত্রনেতা আজিজুল হক, মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।

সভায় আলেম উলামা ও দ্বীনদার জনতার প্রতি কর্মসূচি সফলের আহ্বান জানিয়ে হেফাজত নেতারা বলেন, মিয়ানমারের রাখাইন মগদস্যু আর সেনাবর্বরতায় নিরীহ নিরস্ত্র রোহিঙ্গা মুসলিমদের রক্ত ঝরছে। সে দেশের সরকারের পরিকল্পিত আগ্রাসনে প্রাণ হারিয়েছে নারী, শিশু, বৃদ্ধসহ হাজারো মুসলিম। ধর্ষিত হচ্ছে অসংখ্য মা-বোন। ভয়ে-আতঙ্কে প্রাণ বাঁচাতে অনেকেই আশ্রয় নিয়েছে প্রতিবেশী বাংলাদেশে। অনেক পরিবার সাগরে ভাসছে। কেউ কেউ আশ্রয় নিয়েছে জঙ্গলে। একটি সম্প্রদায়কে শুধুমাত্র ধর্মীয় কারণে এভাবে দিনের পর দিন নির্যাতন করে শেষ করে দেয়া হচ্ছে। সব কিছু দেখেও ওআইসি, জাতিসংঘসহ বিশ্ব মানবাধিকার সংস্থাগুলোর নিরবতায় আমরা হতাশ।
হেফাজত নেতারা আরো বলেন, মিয়ানমার সরকার যা করছে তা নিশ্চিত যুদ্ধাপরাধ। যুদ্ধবাজ মিয়ানমারের বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে। রোহিঙ্গা মুসলমানদের রক্ষায় প্রয়োজনে লড়াই করতে হবে।