সিলেটবুধবার , ২ ডিসেম্বর ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে সিলেটের আরো ৭ পৌরসভায় নির্বাচন

Ruhul Amin
ডিসেম্বর ২, ২০২০ ১১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: দ্বিতীয় ধাপে দেশের ৬১টি পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিলেট বিভাগের ৭টি পৌরসভাও রয়েছে।

আজ বুধবার নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন।

তফসিল অনুসারে, এ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।

দ্বিতীয় ধাপে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ, ছাতক ও জগন্নাথপুর পৌরসভায় নির্বাচন হবে।

মৌলভীবাজার জেলার কুলাউড়া ও কমলগঞ্জ পৌরসভায় এবং হবিগঞ্জ জেলার মাধবপুর ও নবীগঞ্জ পৌরসভায় একই দিন হবে ভোটের লড়াই।

এ ৭টি পৌরসভার মধ্যে একমাত্র জগন্নাথপুর পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। বাকিগুলোতে ব্যালট পেপারেই হবে ভোটগ্রহণ।

এদিকে, প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে সুনামগঞ্জের দিরাই, মৌলভীবাজারের বড়লেখা এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় ভোট হবে।

প্রথম ধাপে ২৫টি পৌরসভায় নির্বাচন হচ্ছে।