বিজ্ঞপ্তি/ সিলেট রিপোর্ট:
আজ ৩ ডিসেম্বর বৃহস্পতিবার স্বয়ংক্রিয় পদ্ধতিতে এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম এর মাধ্যমে টিউশন ফি প্রদান, অফিস ম্যানেজমেন্ট কার্যক্র ও পে-রোলের মাধ্যমে শিক্ষক মণ্ডলীর বেতন প্রদানের নিমিত্তে ওয়ান ব্যাংক লিঃ, ইসলামপুর শাখা, সিলেট ও দি চাইল্ড কেয়ার মর্নিং স্কুল এর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি মোতাবেক ওয়ান ব্যাংক চাইল্ড কেয়ার মর্নিং স্কুলকে বিনামূল্যে সফটওয়্যার সহ সংশ্লিষ্ট বিষয়েে সার্বিক সহযোগিতা প্রদান করবে।
চুক্তি সম্পাদন অনুষ্ঠানে ওয়ান ব্যাংকের পক্ষে ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ ফুয়াদ চৌধুরী ও দি চাইল্ড কেয়ার মর্নিং স্কুল এর পক্ষে ডাইরেক্টর বাহারুল ইসলাম বাহার চুক্তিতে স্বাক্ষর করেন। অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন দি চাাইল্ড কেয়ার মর্নিং স্কুল এর ডাইরেক্টর তোফায়েল আহমদ তুুুহিন, প্রিন্সিপাল ফরিদা ইয়াসমিন এবং ওয়ান ব্যাংকের ব্রাঞ্চ সার্ভিস ম্যানেজার আর, কে, এম, মোস্তাক চৌধুরী, প্রিন্সিপাল অফিসার মামনুন মান্নান রাজিব ও বিজনেস ডেভেলপমেন্ট অফিসার দিব্যজ্যোতি শ্যাম প্রমুখ।