সিলেটবুধবার , ৩০ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমারে গণহত্যার বিরুদ্ধে শায়খে গলমুকাপনীর নেতৃত্বে বেগমপুরে বিক্ষোভ মিছিল

Ruhul Amin
নভেম্বর ৩০, ২০১৬ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: রোহিঙ্গা মুসলিম ভাই বোনদের উপর অমানবিক নির্য্যাতন, গনহত্যা দেখে বসে থাকতে পারেনন অসুস্থ বয়ো:বৃদ্ধ আলেম শায়খুল হাদীস আল্লামা আব্দুশ শহীদ শায়খে গলমুকাপনী। মঙ্গলবার বিকেলে বালাগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান গলমুকাপন দারুসসুন্নাহ টাইটেল মাদ্রাসার শায়খুল হাদিছ ও প্রিন্সিপাল মাওলানা শায়খ আব্দুস শহিদ বিপুল সংখ্যক ছাত্র,ভক্ত-মুরিদানসহ রাজপথে নেমে আসেন। মাওলানা মুখতার আহমদ সিলেট রিপোর্টকে জানান, র্দীঘ অসুস্থতার পরেও দুর্বল শরীর নিয়ে শায়খে গলমুকাপনী ঈমানী জযবায় মযদানে নেমেআসেন। তার প্রতিষ্টানের ছাত্র উস্তাদ, এলাকার মানুষ নিয়ে গলমুকাপন থেকে প্রায় ২ কিঃমিঃ এর দুরত্ব বেগমপুর রাজপথে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিয়ে হাজির হয়েছেন। রোহিঙ্গা মুসলমানদের উপর নির্মম হত্যাকান্ডের বর্ননা দিতে গিয়ে কেঁদে ফেলেন,দোয়ায় কেউ ই চোখে পানি ধরে রাখতে পেরেছে বলে মনে হয়না।হযরতের এই বৃদ্ধ বয়সে রাজপথে মিছিলে অংশগ্রহন দেখে সর্বস্হরের মানুষ দলমত নির্বিশেষে বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করতে থাকে।স্হানীয় ছাতলপার আলীয়া মাদ্রাসা,কালনিচর মাদ্রাসাহ সহ সমাজকল্যান মুলক বিভিন্ন সংস্হা,সোসাইটির নেতৃবৃন্দে উপস্হিত হলে বিক্ষোভ মিছিলটি বিশাল মিছিলে পরিনত হয়।