মাওলানা আব্দুল মতীন ফাউন্ডেশন, সিলেটের শীতবস্ত্র বিতরণ ( ২য় পর্ব ) কাল শুক্রবার।
সিলেটের প্রথিতযশা আলিমে দ্বীন,শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী রাহিমাহুল্লার একান্ত শাগরিদ, জামেয়া মুশাহিদিয়া খাগাইল মাদরাসা কোম্পানীগঞ্জ এর দীর্ঘকালীন নাজিমে তা’লিমাত, হযরত মাওলানা আব্দুল মতীন হাফিযাহুল্লাহ’র নামে প্রতিষ্ঠিত সমাজ সেবামূলক সংগঠন “মাওলানা আব্দুল মতীন ফাউন্ডেশন, সিলেট” এর উদ্যোগে আগামী কাল ১১ই ডিসেম্বর শুক্রবার বিকেল চারটায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নন্দিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোয়াইনঘাট উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আব্দুল খালিক,জামেয়া মাহমুদিয়া ইসলামিয়া সোবহানীঘাট মাদরাসার শিক্ষক মাওলানা ইবরাহীম আলী, জামেয়া ইসলামিয়া দারুস সালাম নন্দিরগাঁও মাদরাসার মুহতামিম মাওলানা রফিক আহমদ মহল্লী, একে নিউজ এর সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসাইন, ইত্তেহাদ টাইমস 24 ডটকমের সম্পাদক সুলতান মাহমুদ বিন সিরাজ প্রমূখ।
এ ছাড়াও স্থানীয় পর্যায়ে নন্দির গাঁও-মানাউরা উভয় গ্রামের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।