মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়নের (চেচরাখালি বাজার) ”আদর্শ নগর বাজার”কে ফরমালিনমুক্ত বাজার ঘোষনা করেছেন নেত্রকোনা জেলা প্রশাসক, ড. মুশফিকুর রহমান। ২ নভেম্বর বৃধবার ঐ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বিশিষ্ট জনদের উপস্থিতিতে তিনি এ ঘোষনা দেন। এর আগে জেলা প্রশাসক, শহীদ স্মৃতি মহা বিদ্যালয় ও শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে ডজিটাল হাজিরা উদ্বোধন করেন । এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মোহাম্মদ মোজাম্মেল হক, শহীদ স্মৃতি মহা বিদ্যালয়ের অধ্যক্ষ জীবনকৃষ্ণ সরকার , শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিতেশ পাল, সুয়াইর ইউনিয়নের চেয়াম্যান কামরুল হাসান, সিনিয়র মৎষ্য কর্মকর্তা দীলিপ কুমার সাহা প্রমুখ।