সিলেটবুধবার , ১৬ ডিসেম্বর ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

প্রশ্নবিদ্ধ স্বাধীনতা এদেশের মানুষ বরদাশত করবেনা: ছাত্র জমিয়ত সভাপতি এখলাছুর রহমান রিয়াদ

Ruhul Amin
ডিসেম্বর ১৬, ২০২০ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি এখলাছুর রহমান রিয়াদ বলেছেন বাংলাদেশের প্রশ্নবিদ্ধ স্বাধীনতা এদেশের মানুষ বরদাশত করবেনা ৷ তিনি বলেন, এদেশের মানুষ বিজয়ের প্রকৃত স্বাদ উপভোগ করতে চায় ৷ আমাদের পূর্বপুরুষদের কষ্টার্জিত বিজয়ের স্বাধীনতাকে আমরা যেকোন মূল্যে রক্ষা করতে চাই ৷ আমরা ভিনদেশী কর্তৃত্ব আমাদের দেশে দেখতে চাইনা ৷বিজয়ের ৫০ বছর পরও মানুষের মৌলিক অধিকার বিঘ্নিত হচ্ছে ৷ সকল নাগরিকের অন্ন, বস্ত্র, খাদ্য ও বাসস্থানের নিশ্চয়তা বিধান করতে হবে ৷ সকল সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ৷ তবেই বিজয়ের প্রকৃত লক্ষ্য অর্জিত হবে ৷ দেশ ও দশের প্রশ্নে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার কোন বিকল্প নেই ৷ এ প্রসঙ্গে হঠকারিতা মানেই দেশদ্রোহিতা ৷ আমরা এই দেশকে একটি উন্নত, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও ইসলামী মুল্যবোধে বিশ্বাসী বাংলাদেশ হিসেবে দেখতে চাই ৷ আজ মহান বিজয় দিবস উপলক্ষে ছাত্র সমাজ ও দেশবাসীর উদ্দেশ্যে দেয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা বলেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন ১৯৭১ সালের এদিনে দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধের ফলশ্রুতিতে তৎকালীন রেসকোর্স ময়দান বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে শোষক পাকিস্তানী হানাদার বাহিনী আনুষ্ঠানিক পরাজয় বরণ করে স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করে ৷ যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এ বহুকাঙ্খিত বিজয় অর্জন করেছি, যাদের অকাতরে প্রাণোৎসর্গের বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা পেয়েছি তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ৷ অন্তরের অন্তঃস্থল থেকে তাদের মাগফেরাত কামনা করছি ৷ মুক্তির লাল সবুজ উল্লাসে, বিজয়ানন্দের এ মাহেন্দ্রক্ষণে প্রিয় বাংলাদেশের উজ্জল ভবিষ্যৎ কামনা করছি ৷ অর্জিত বিজয়ের প্রকৃত সুরক্ষা কামনা করছি ৷


শুভেচ্ছা বার্তায় তিনি আরো উল্লেখ করে বলেন এ মুহুর্তে আমরা বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলা করছি ৷ এ সংকটময় সময়ে স্বাস্থ্যব্যবস্থাকে আরো সমৃদ্ধ করতে হবে। তিনি কাঙ্খিত অর্থনৈতিক সাফল্য ও সমৃদ্ধি অর্জনে সকল দল-মতের মানুষের ঐক্যের প্রতি জোর তাগিদ দেন ৷