সিলেটবুধবার , ৩০ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গাদের সহায়তায় নাফতীরে সিলেটের তরুণ কাফেলা

Ruhul Amin
নভেম্বর ৩০, ২০১৬ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: বাংলাদেশে হিজরত করে আসা রোহিঙ্গা মুসলিম শিশু,নারী-পুরুষের খোঁজ নিতে এবং তাদের যতসামান্য সাহায্য পৌছে দিতে সিলেটের তরুণ আলেমদের একটি কাফেলা নাফ নদীর তীরবর্তী শরনার্থী শিবিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। স্ব উদ্দোগে ইতিমধ্যে কিছু বস্ত্র,খাদ্যসামগ্রী ও লাখের মতো নগদ টাকার তহবিল হয়েছে। এসম্পর্কিত এক জরুরী বৈঠক আজ বুধবার (৩০ নভেম্বর) বাদ জোহর সিলেট নগরীর রায়নগরস্থ শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল জামেয়ায় অনুষ্ঠিত হয়। জামেয়ার প্রিন্সিপাল হাফিজ মাওলানা সৈয়দ সালিম কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মাদানী বাফেলা বাংলাদেশের সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী, জামেয়ার শিক্ষক মুফতি উসমান গনি, মুফতি ফরহাদ কোরেশী,হা:মাও:মনসুরুল হাসান,হা:মাও: আলী হোসাইন, হা:মাও:ফয়েজ উদ্দীন, হাফিজ মাওলানা হাতেম আহমদ প্রমুখ।   উল্লেখ্যযে, তরুণ আলেমদের এই কাফেলাটি শুক্রবার রাতে চট্রগ্রামের উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবে বলে জানাগেছে। তাদের সাথে প্রয়োজনে (০১৭৯৬৩৮৭০৯৯/০১৮২২০৯৫১৯৮ ) নাম্বারে যোগাযোগ করা যাবে।

বি: দ্র:  নাফ নদী বাংলাদেশের দক্ষিণ প্রান্তে বার্মা সীমান্তে অবস্থিত (বঙ্গোপসাগরের বর্ধিত অংশ) একটি নদী। এটি কক্সবাজার জেলার দক্ষিণ পূর্ব কোনা দিয়ে প্রবাহিত।  পশ্চিম পাড়ে বাংলাদেশের টেকনাফ উপজেলা এবং পূর্ব পাড়ে বার্মার আরাকান প্রদেশের আকিয়াব অবস্থিত।