সিলেট রিপোর্ট:
শায়খুল ইসলাম সায়্যিদ হোসাইন আহমদ মাদানী (র) এর খলিফা হযরত মাওলানা আব্দুল হালিম ছাহেব আর নেই। তিনি গতকাল রাতে (০৩. ০১.২০২১)
তিনি চট্রগ্রামের লোহাগড়া, পাদুয়া গ্রামে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি হুসাইন আহমদ মাদানীর ৩৯ তম খলিফা তালিকায় ছিলেন। মাদানী (রহঃ) সোহবত প্রাপ্ত সরাসরি খলিফা আর কেউ জীবিত নেই।
আল্লাহ তাআ’লা হুজুর কে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমীন।