সিলেট রিপোর্ট :
“সিলেট অনলাইন প্রেসক্লাব” সারাদেশে আলোচিত একটি প্রতিষ্ঠান। নির্বাচনে অতীতের মতো এবারও অত্যন্ত সৎ ও বিচক্ষণ নির্বাচন কমিশন বোর্ড রয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন মোঃ ইরফানুজ্জামান চৌধুরী, সাথে আছেন আফতাব চৌধুরী ও খন্দকার শিপার আহমদ।
সিলেট অনলাইন প্রেসক্লাবের ২০২০-২১ সেশনের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ২৩ জানুয়ারি’২০২১ইং শনিবার অনুষ্ঠিত হবে।
গতকাল রবিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনের কাছ থেকে মনোনয়ন পত্র গ্রহন করেন প্রার্থীরা। সন্ধ্যা ৬টা থেকে ৭.৩০টা পর্যন্ত মনোনয়ন পত্র গ্রহন প্রক্রিয়া চলে।
আজ (১১জানুয়ারী) বিভিন্ন পদে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিবেন। এরপর যাচাই-বাছাই করে নির্বাচন কমিশন চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন।