সিলেটবুধবার , ৩০ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে কর প্রদানে মহিলাদের মধ্যে প্রথম স্থানে হোসনা

Ruhul Amin
নভেম্বর ৩০, ২০১৬ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!


সিলেট রিপোর্ট:
২০১৫-২০১৬ অর্থবছরে সিলেট সিটি কর্পোরেশন এলাকার দ্বিতীয় সর্বোচ্চ কর প্রদানকারী নির্বাচিত হয়েছেন জামাল আহমদ চৌধুরী। তার স্ত্রী হোসনা আক্তার চৌধুরী দীর্ঘসময় কর প্রদানকারী মহিলাদের মধ্যে প্রথম স্থান লাভ করেছেন।
কর প্রদানে উৎসাহিত করতে প্রতিবছরই দেশের সকল সিটি কর্পোরেশন ও জেলা ভিত্তিক সর্বোচ্চ কর প্রদানকারী ও দীর্ঘসময় কর প্রদানকারীদের নির্বাচিত করে পুরস্কার প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় সিলেট সিটি কর্পোরেশন এলাকার কর প্রদানকারীদের মধ্যে জামাল-হোসনা দম্পতি স্থাপন করলেন অনন্য দৃষ্ঠান্ত।
নগরীর কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে গতকাল ৩০ নভেম্বর বুধবার প্রদান করা হয় সেরা করদাতাদের এই পুরস্কার। সিলেট কর অঞ্চল আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।
জামাল আহমেদ চৌধুরী নগরীর আম্বরখানাস্থ মেসার্স আক্তার ট্রেডার্সের স্বত্ত্বাধীকারী এবং মেসার্স তানভির ট্রেডার্সের স্বত্ত্বাধীকারী হোসনা আক্তার চৌধুরী। প্রতিবছরই এ দম্পতি নিয়মিতভাবে কর প্রদান করে আসছেন। বিগত ২০১১ সালেও জামাল আহমেদ চৌধুরী একই ক্যাটাগরীতে পুরস্কারে ভূষিত হন।