সিলেটশনিবার , ৬ ফেব্রুয়ারি ২০২১
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

লালদিঘীরপাড় প্রিন্টিং অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক

Ruhul Amin
ফেব্রুয়ারি ৬, ২০২১ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!


প্রিন্টিং ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করতে লালদিঘীরপাড় নতুন হকার্স মার্কেটের ব্যবসায়ীদের নিয়ে গঠিত হয়েছে লালদিঘীরপাড় প্রিন্টিং অ্যাসোসিয়েশন। ব্যবসায়ীদের যাবতীয় সমস্যা নিরসনের লক্ষ্যে নবগঠিত এ অ্যাসোসিয়েশনের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দের মতামতের ভিত্তিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সুরমা সিটিপির স্বত্ত্বাধিকারী মাওলানা আজহারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শিকড় প্রিন্ট গ্যালারির স্বত্ত্বাধিকারী আবুবকর সিদ্দিক নিশাম।
সিলেট নগরীর একটি রেস্টুরেন্টে সর্বস্তরের ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে লালদিঘীরপাড় প্রিন্টিং অ্যাসোসিয়েশনের ৩৫ সদস্যের কমিটি গঠিত হয়।
এ কমিটি গঠনের পরবর্তী সাধারণ অনুষ্ঠানে ১৫ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। গত শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে লালদিঘীরপাড় প্রিন্টিং অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের উপদেষ্টাবৃন্দ ও কমিটির সদস্যবৃন্দের পরিচিতি প্রকাশ করা হয়।
কে.এম. খালিদ মুহাম্মদ ও নদীমুল্লাহ কামালের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিয়া বুক সেন্টারের স্বত্ত্বাধিকারী ও লালদিঘীরপাড় প্রিন্টিং অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা নাজমুল হুদা। আমন্ত্রিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বরইকান্দি ইউপি ১নং ওয়ার্ড সদস্য আশিকুর রহমান ও একতা অফসেট প্রেসের স্বত্ত্বাধিকারী শেখ কামাল আহমদ।
নব গঠিত কমিটির উপদেষ্টাবৃন্দরা হচ্ছেন- নাঈম কম্পিউটার এন্ড অফসেট প্রেসের স্বত্ত্বাধিকারী মো: মুবিন সরকার, শাহ্ জালাল প্রেসের স্বত্ত্বাধিকারী আমিনুর রশিদ ফুয়াদ, মৌলভী প্রিন্টিং প্রেসের স্বত্ত্বাধিকারী নাজমুল হোসেন, ইউরো পেপার হাউজের মনসুর আহমদ লোকমান, বিসমিল্লাহ্ অফসেট প্রেসের স্বত্ত¡াধিকারী শহিদুল ইসলাম, রানা অফসেট প্রেসের স্বত্ত্বাধিকারী আব্দুর রাজ্জাক, মনির অফসেট প্রেসের মনির হোসেন, তামজিদ এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী তোফায়েল আহমদ, মীম অফসেট প্রেসের স্বত্ত্বাধিকারী কামাল আহমদ, তামিমা কম্পিউটার প্রিন্টার্সের স্বত্ত্বাধিকারী সাব্বির আহমদ, সবুজ কম্পিউটার প্রিন্টার্সের স্বত্ত্বাধিকারী সায়েম আহমদ, কাঁচ বিপনীর স্বত্ত্বাধিকারী রাশেদুল হাসান সুমন, ইফাত ইনভেলাপের স্বত্ত্বাধিকারী শাহজাহান খাঁন, কালোগাজী ইনভেলাপসের স্বত্ত¡াধিকারী লালন বিশ্বাস।
কার্যকরী পরিষদের অন্যান্যরা হচ্ছেন- সিনিয়র সহ-সভাপতি মো. আলী হোসেন, সহ-সভাপতি নুরুল আলম, সহ-সভাপতি এমদাদ হোসেন সৌরভ, সহ-সাধারণ সম্পাদক মো. আবু তালেব, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আবির, অর্থ-সম্পাদক মো. শহিদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মো. মোতালেব, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মো. মোশারফ হোসেন, ধর্ম সম্পাদক মাও. মুহাম্মদ উল্লাহ, সহ-ধর্ম সম্পাদক জসিম উদ্দিন, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক, সহ-ক্রীড়া সম্পাদক মাহবুব আহমদ সেলিম, দপ্তর সম্পাদক রায়হান আহমদ, সহ-দপ্তর সম্পাদক শাহেদ আহমদ, প্রচার-সম্পাদক আব্দুল মান্নান, সহ-প্রচার- সম্পাদক মো. সোহাগ।
কার্যনির্বাহী সদস্যরা হচ্ছেন- মনিরুজ্জামান মনির, শহিদুল ইসলাম, আজিজুল হক রূপু, জাহাঙ্গীর হোসেন, খন্দকার আবু তাহের, জাকির হোসেন, মোবারক সরকার, মো. মামুন, গিয়াস উদ্দিন, শাজাহান খাঁন, আব্দুল মালেক, মঈন উদ্দিন ইসলাম, জাকারিয়া আহমদ ফরিদ, হাসিদ আহমদ স্বপন, মো. জমির হোসেন, সেলিম আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি