সিলেট থেকে মৌলভীবাজার আসার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নুহ বিন হুসাইন নামের এক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১ টার দিকে মোগলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ছিনতাইয়ের শিকার নুহ বিন হুসাইন মৌলভীবাজার জেলার বাসিন্দা। “ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার” মানবসেবী সংগঠনের সদস্য। মঙ্গলবার তার জরুরী প্রয়োজনে সিলেট যান। রাত ১১ টার দিকে সিলেটের হুমায়ুন চত্ত্বর থেকে মৌলভীবাজার আসার জন্য গাড়ির অপেক্ষায় ছিলেন।
একটি কার এসে তার পাশে দাঁড়ায় এবং মৌলভীবাজার যাবেন কি না জিজ্ঞেস করে। অত:পর তিনি গাড়িতে চড়েন।
গাড়িতে করে মোগলাবাজার আসলে, একটি নির্জন স্থানে ড্রাইভার তাকে ছুরিকাঘাত করে সবকিছু লুটে নেয়।এতে তার প্রচুর রক্তপাত হয়।
স্থানীয় লোকজন প্রশাসন জানায়। স্থানীয় ও পরিবারের লোকজন তাকে সিলেট উসমানি মেডিকেল হাসপাতালে নিয়ে যায়।
ছিনতাই হওয়া জিনিসপত্র হলো, বেশকিছু টাকা, ব্যাগ, মোবাইল ও প্রয়োজনীয় জিনিসপত্র।
এঘটনায় ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার এর সভাপতি এহসানুল হক জাকারিয়া তীব্র নিন্দা জানান। অপরাধীদের উপযুক্ত শাস্থি দাবি করেন।