সিলেটশনিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২১
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

চরমোনাই কীর্তনখোলায় দুই নৌকাডুবি

Ruhul Amin
ফেব্রুয়ারি ২৭, ২০২১ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :

বরিশাল চরমোনাই ৩দিনব্যাপী মাহফিল শেষে নৌ পথে তড়িঘড়ি করে ফেরার সময় ২টি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। দুই নৌকায় থাকা সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয় বলে জানিয়েছেন বরিশাল নৌ ফায়ার সার্ভিসের অগ্নিঘাতক জলযানের টিম লিডার মো. হাবিবুর রহমান

আজ শনিবার সকাল ১০টার দিকে চরমোনাই দরবার শরীফের ১ নম্বর ময়দানের উত্তরপাশে কীর্তনখোলা নদীতে এই নৌকা ডুবির ঘটনা ঘটে।

আখেরী মোনাজাতের মাধ্যমে সকাল ১০টার দিকে চরমোনাইর মাহফিল সমাপ্ত ঘোষণা হয়। মাহফিল শেষে মুসুল্লীরা তড়িঘড়ি করে নৌপথে বিভিন্ন স্থানে ফিরছিলো। এ সময় হুড়োহুড়িতে অন্য ট্রলারের ধাক্কায় চরমোনাই মাহফিলের ১ নম্বর ময়দানের উত্তরপাশে কীর্তনখোলা নদীতে দুটি নৌকা কাত হয়ে যায়। দুই নৌকায় থাকা মুসুল্লীরা অনেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। নদীতে থাকা অন্যান্য ট্রলার এবং নৌকা তাদের উদ্ধার করে।

দুই নৌকা ডুবির ঘটনায় কেউ নিখোঁজ বা হতাহত হয়নি বলে নিশ্চিত করেছেন অগ্নিঘাতক জলযানের টিম লিডার মো. হাবিবুর রহমান। তারপরও নৌ পুলিশের সহায়তায় নদীতে তল্লাশি অব্যাহত রয়েছে বলে তিনি জানান।