সিলেটবৃহস্পতিবার , ৪ মার্চ ২০২১
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে চলছে এদারার নজিরবিহীন নিবার্চন

Ruhul Amin
মার্চ ৪, ২০২১ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

ইলিয়াস মাশহুদ, সিলেট রিপোর্ট :
উপমহাদেশের প্রাচীনতম ও সিলেট বিভাগ কেন্দ্রীক কওমি মাদরাসা সমুহের বোর্ড আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের ত্রি-বার্ষিক কাউন্সিল আজ (৪ মার্চ) বেলা ১১ টা থেকে শুরু হয়েছে।
জানাগেছে,গণতান্ত্রিক পদ্ধতিতে এই প্রথম নির্বাচন পদ্ধতি শুরু হলো আলেমদের এই সংস্থায়।
১.
সিলেটের আলিমদের প্রাচীন সংগঠন আযাদ দীনি এদারা শিক্ষাবোর্ডের সভাপতি নির্বাচন চলছে।
ছবিতে ভোটারদের দীর্ঘ লাইন। এ যেন জাতীয় নির্বাচনকেও হার মানিয়ে দিচ্ছে। আরেক ছবিতে দুই সভাপতি প্রার্থী ভোটারদের হাতের দিকে তাকিয়ে আছেন সিলটা যেন কোথায় মারা হচ্ছে। 😎
লজ্জিত হও ক্ষমতালোভী মৌলবিগোষ্ঠী!
—————মাওলানা আবুল কালাম আজাদ

২.
এদারার নির্বাচন দেখতে সকাল ১১টা থেকে আড়াইটা পর্যন্ত সেন্টারের আশপাশে ছিলাম। নির্বাচনে স্বচ্ছতা নিয়ে অনেক প্রশ্ন আছে। আছে ভোট জালিয়াতির অভিযোগ। এক পক্ষের মহড়া চোখে লাগার মতো। বিভিন্ন গ্রাম থেকে ভোটার আনতে এই পক্ষ গাড়ীও দিয়েছেন বলে কেউ কেউ স্বীকার করেছেন।
—————লেখক, গবেষক সৈয়দ মবনু

৩.
সিলেটের এদ্বারার গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতি বাংলাদেশের ওলামায়ে কেরামের শুরায়ী নেযামকে স্থায়ীভাবে প্রশ্নবিদ্ধ করলো… চেয়ারের নির্লজ্জতা!
একজন বলছেন- ৮৮৮ ভোটের মধ্যে পাশ করতে কত ভোট লাগে?
বললাম- ৪৪৫
বললেন, ১ হাজার টাকা করে প্রতি ভোটারকে হাদীয়া দিতে কতটাকা লাগে?

বললাম -৪ লক্ষ ৪৫ হাজার টাকা।
বললেন- তাইলে আগামী নির্বাচনে আমার মনোনিত সভাপতি জিতবে, লন্ডন থেকে ১০ লক্ষ টাকা পাঠাচ্ছি নির্বাচনে জেতাতে! ২ হাজার টাকা করে হাদীয়া দেব প্রতি ভোটারকে। সাথে আসা-যাওয়ার ভাড়া, থাকা খাওয়ার মেহমানখানা সব থাকবে।
আমি জয় বাংলা বলে ছিটকে পড়লাম।
—————লেখক, সাংবাদিক ইকবাল হাসান জাহিদ

৪.
একটি এদারা৷ পরিসর? কোনো পরিসর হিসেবে বাংলাদেশের তালিকায় আছে বলে জানা নেই৷ এর কর্ণধার নির্ধারণ করতে কী ঘটছে দেখছেন? তাহলে একটি দেশের কর্ণধার নির্ধারণ উনাদের হাতে আসলে কী হবে কোন পদ্ধতি অবলম্বন হবে!
—————আলেম, গবেষক মুস্তাফা সোহাইল হেলালী

৫.
শিক্ষাবোর্ডের দায়িত্বশীল নির্ধারণে গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচন, তাও ইলমে নববির শিক্ষাধারায়!
দেশের সর্ববৃহৎ কওমি বোর্ড বেফাকের দেখানো পথেই হাঁটলো দেশের সর্বপ্রাচীন বোর্ড আযাদ দ্বীনি এদারা। আল্লাহই ভালো জানেন, আগামিতে মাদরাসার মুহতামিম নির্ধারণেও আমরা ভোটাভুটিতে অবতীর্ণ হই কিনা!
অধিকাংশ আকাবির আলিমের হঠাৎ করে দুনিয়া ছেড়ে চলে যাবার পর বৃহত্তর সিলেটে যে দু’জন শীর্ষ আলিম বেঁচে আছেন, তাদের অনুরাগী অনুসারীদের মধ্যে যদি এমন দূরত্ব না হতো!!
—————আলেম, রাজনীতিক ওয়ালিউল্লাহ আরমান।