সিলেটমঙ্গলবার , ১৬ মার্চ ২০২১
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দিরাই হেফাজতের সম্মেলনে অব্যবস্থাপনা: স্বেচ্ছাসেবীর ভূমিকায় মাওলানা মামুনুল হক!

Ruhul Amin
মার্চ ১৬, ২০২১ ১২:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :
সুনামগঞ্জের দিরাই উপজেলায় হেফাজতে ইসলামের শানে রেসালত সম্মেলনে সেচ্ছাসেবীর ভূমিকা পালন করেছেন মাওলানা মামুনুল হক। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি। সম্মেলনে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালনের কথা উল্লেখ করে নিজের ভেরিফাইড পেজে একটি পোস্টও করেছেন তিনি।

সোমবার (১৫ মার্চ) সুনামগঞ্জের দিরাই উপজেলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে এ শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী।

নিজের পেজে দেয়া পোস্টে তিনি লিখেন, ‘আজ দিরাই হেফাজতে ইসলামের শানে রেসালত সম্মেলনে জনতার ঢল নেমেছিল। কিন্তু আমীরে হেফাজতকে (আল্লামা জুনায়েদ বাবুনগরী) বহনকারী হেলিকপ্টারের উপর হামলে পড়া মানুষগুলো আমাদেরকে এবং তাদের নিজেদেরকেও অনেক বড় ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিল। এমন বিশৃঙ্খলা আমি কখনো দেখিনি। শৃঙ্খলাব্যবস্থা ছিল খুবই দুর্বল। পরিস্থিতি সামাল দিতে আমাকে এবং জুনাইদ আল হাবিব সাহেবকে স্বেচ্ছাসেবকের ভূমিকায় নামতে হয়েছে। বড় ধরনের দুর্ঘটনা থেকে আল্লাহ রক্ষা করেছেন। তবে হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হওয়ায় ভালোই মাশুল গুণতে হবে কর্তৃপক্ষকে। হেলিকপ্টার প্রোগ্রামের আয়োজকগণ আরো সতর্ক হোন!! মজবুত থাকা চাই স্বেচ্ছাসেবক ব্যবস্থা।’

এব্যাপারে সালাহুদ্দীন মাসউদ লিখেছেন,

বাবুনগরী হযরতের নিরাপত্তার স্বার্থে ও
স্থানীয় স্বেচ্ছাসেবকদের চরম দায়িত্বহীনতা আর বিশৃঙ্খলায় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন আল্লামাা মামুনুল হক।

কিছুক্ষণের মধ্যে এই ছবিটি ব্যাপক প্রচারিত হয়েছে।
আজ সুনামগঞ্জের দিরাই উপজেলার ঘটনা এটি।
মূলত সেখানে কি ঘটেছিল?

স্থানীয় আয়োজকদের নিরাপত্তা ব্যবস্থাপনা এতোটাই দুর্বল ছিলো যে, উৎসুক জনতা যখন হেলিকপ্টার ও আগত মেহমানদের উপরে উপচে পড়ছিলো, হেলিকপ্টার এবং আল্লামা বাবুনগরী হযরতের নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে আল্লামা মামুনুল হক স্বেচ্ছাসেবকের দায়িত্ব হাতে তুলে নেন।

কিন্তু উৎসুক জনতার খামখেয়ালির কারণে নিরাপত্তাহীনতায় ভুগে বাবুনগরী হুজুরসহ মেহমানদেরকে না নিয়েই হেলিকপ্টার উড়াল দিয়ে চলে যেতে বাধ্য হয়েছে।

এটা হলো এই ছবির মূল ঘটনা।

অবশেষে বাবুনগরী হযরত ও মামুনুল হক সাহেব প্রত্যন্ত দিরাই অঞ্চলে আটকা পড়েছেন।
সড়কযোগে সেখান থেকে ফিরতে গেলে বাবুনগরী হযরতের যে কষ্টটা হবে, এটা ভাবতেও আমার কষ্ট হচ্ছে।
তবে ঢাকা থেকে আরেকটি হেলিকপ্টার নেয়ার প্রচেষ্টা চলছে। আল্লাহ আসান করেন।

স্থানীয় আয়োজকদের অব্যবস্থাপনা ও আবেগী হুজুগী জনতার আবেগের বলি হয়ে হযরতেরা কষ্ট পেলেন।
বিষয়গুলো দুঃখজনক এবং আগামীতে যারা হযরতদের প্রোগ্রাম করবেন, বিষয়গুলো খেয়াল রাখবেন।”