সিলেটরবিবার , ২১ মার্চ ২০২১
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ জেলার ইফতার ও সেহেরির সময় সূচী নির্ধারণ

Ruhul Amin
মার্চ ২১, ২০২১ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :

১৪৪২ হিজরী সনের পবিত্র রমজান মাসের সাহরী ও ইফতারের সময়সূচী নির্ধারণ কমিটির এক সভা ২১ মার্চ ২০২১ খ্রি. রবিবার দুপুর সাড়ে বারটায় ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জের উপপরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম।
সরকারের নীতিমালা এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা পর্যালোচনা করে কমিটির সদস‍্যবৃন্দ হবিগঞ্জ জেলার জন‍্য ১৪৪২ হিজরির রমজানুল মুবারকের ইফতার ও সেহরীর সময়সূচী চুড়ান্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হবিগঞ্জের প্রতিনিধি জনাব মোঃ মঈন খান এলিস, সহকারী কমিশনার, হবিগঞ্জ, মাওলানা মোহাম্মদ ফারুক মিয়া, প্রিন্সিপাল, হবিগঞ্জ দারুচ্ছুনাৎ কামিল মাদরাসা, জনাব পবন চৌধুরী, জেলা তথ্য অফিসার, হবিগঞ্জ, মুফতি আব্দুল মজিদ পিরিজপুরী, খতিব, চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ, মাওলানা আমিনুল হক, সাধারণ সম্পাদক, জাতীয় ইমাম সমিতি, হবিগঞ্জ, মুফতি আলমগীর হোসাইন সাইফী, খতিব, বায়তুল আমান জামে মসজিদ, হাফিজ মামুনুর রশীদ, খতিব, রাজনগর কেন্দ্রীয় জামে মসজিদ,মাওলানা এম এ জলিল, খতিব পিটিআই জামে মসজিদ,
মাওলানা আব্দুল করিম, শিক্ষক হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানা,
মাওলানা জয়নুল আবেদীন, খতিব, স্টাফ কোয়াটার জামে মসজিদ প্রমূখ।
সভায় সদস্যগণ হবিগঞ্জ জেলায় জন‍্য নির্ধারিত সময়সূচী অনুসরণ করার জন‍্য সকলের প্রতি আহ্বান জানান। রমজানের এক তারিখ চাঁদ দেখার উপর নির্ভরশীল। তবে ধারণা করা হচ্ছে আগামী ১৪ এপ্রিল পবিত্র রমজান শুরু হবে।