সিলেটসোমবার , ২২ মার্চ ২০২১
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে ছাত্র জমিয়তের সংবর্ধনা; ৪৯ জনের যোগদান

Ruhul Amin
মার্চ ২২, ২০২১ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :

ছাত্র জমিয়ত বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আল হাইআতুল উলয়া-লিল জামি’আতিল কওমিয়া বাংলাদেশ (সর্বোচ্চ শিক্ষা বোর্ডের) অধীনে ১৪৪২ হিজরি, ২০২১ শিক্ষাবর্ষে জগন্নাথপুরের আওতাধীন দাওরায়ে হাদিস মাদ্রাসার নবাগত (তাকমিল ফিল হাদিস, মাস্টার্স) সমাপনকারী ছাত্রদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান।
শনিবার ২০ মার্চ, শনিবার সকাল ১১ টায় হাসপাতালস্থ হামজা কমিউনিটি সেন্টারে শাখার সভাপতি ছাত্রনেতা শেখ শামছুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ছাত্রনেতা আবু তাহের এর পরিচালনায় অনুুুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জানেশীনে শায়খে কাতিয়া আলহাজ্ব মাওলানা এমদাদুল্লাহ, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর কাসিমী, সিলেট মহানগর জমিয়তের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ সালিম কাসিমী, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রাহমান, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ রশিদ আহমদ।

প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সভাপতি ছাত্রনেতা ওবায়দুল হক চৌধুরী, বিশেষ বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক, সৈয়দ হাবিব ছালেহ।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পৌর জমিয়তের সভাপতি মাওলানা আতাউর রহমান, কেন্দ্রীয় যুব জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সহ সভাপতি মাওলানা সাঈদুর রাহমান, উপজেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা এরশাদ খান আল হাবিব, উপজেলা জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা সাঈদ আহমদ, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল হাই আল হাদী, পৌর জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা মনছুরুল হাসান, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক ছাত্রনেতা আসাদ আহমদ চৌধুরী, উপজেলা ছাত্র জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক, ছাত্রনেতা এম, আতিকুর রহমান কামালীসহ উপজেলা দায়িত্বশীলবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন আঁকাবির ও আসলাফের সংগঠন বিট্রিশ বিরোধী আন্দোলনের নেতৃত্বধানকারী কাফেলা জমিয়তে উলামায়ে ইসলামের শতবর্ষের ঐতিহ্য ও সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন।সময়ের অত্যন্ত নাজুক সময়ে সময়োপযোগী চমৎকার আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে জমিয়তের নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে, ৪৯ জন নবাগত আলেম ছাত্র জমিয়তে যোগদান করেন।