সিলেট ২০শে এপ্রিল, ২০২১ ইং | ৭ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২১
সিলেট রিপোর্ট :
হবিগঞ্জে পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ বেলা ১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। ছাত্রদল নেতারা জানিয়েছেন, সংঘর্ষে তাদের অর্ধশত নেতা-কর্মী আহত হয়েছেন।
হামলা, মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করছিল জেলা ছাত্রদল। একপর্যায়ে হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ এসে তাদের কর্মসূচি পালন করতে বাধা দেয়। এ সময় ছাত্রদলের নেতা-কর্মী ও পুলিশ সদস্যদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সংঘর্ষ লেগে যায়। পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে ও রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ছাত্রদলের আট নেতাকর্মীকে আটক করে পুলিশ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com