সিলেটরবিবার , ২৮ মার্চ ২০২১
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দেশে ফেসবুকে বিভ্রাট

Ruhul Amin
মার্চ ২৮, ২০২১ ৯:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

দেশে ফেসবুক ব্যবহারে সমস্যার মুখে পড়ছেন ব্যবহারকারীরা। শুক্রবার বিকাল থেকে এই সমস্যা দেখা দেয়। গতকাল রাত পর্যন্ত অনেক ব্যবহারকারী এই বিপত্তির কথা জানিয়েছেন। তারা জানান, ফেসবুক সাইট খোলা, লগ-ইন করা, স্ট্যাটাস- পোস্ট দেয়া, মেসেঞ্জার কোনো কিছু পাঠাতে সমস্যা দেখা যাচ্ছে। তবে বিশ্বের ওয়েবসাইট ডাউন মনিটরিং সাইট ‘ডাউন ডিটেক্টরে’ বিশ্বের কোথাও ফেসবুক ব্যবহারে বিভ্রাট বা বিপত্তির তথ্য নেই। একইভাবে এ বিষয়ে কোনো তথ্য নেই বলে জানায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গ্রাহকরা জানিয়েছেন, শুক্রবার ও শনিবার টানা দুইদিন ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ঠিকমতো দেখা যায়নি। তবে এ সমস্যা রাজধানীতে সবচেয়ে বেশি হয় বলে জানান তারা।

রাজধানীর আশপাশের কয়েক জেলার গ্রাহকও একই অভিযোগ করেন। এ বিষয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা বলছেন, বিষয়টি তাদের হাতে নেই। সরকারের হাতে ফেসবুক ডাউন করার প্রযুক্তি আছে। দেশের মুঠোফোন গ্রাহকেরা তিন ধরনের ইন্টারনেট ব্যবহার করতে পারেন, ফোর-জি, থ্রি-জি ও টু-জি। ফোর-জি এবং থ্রি-জি মূলত দ্রুতগতির ইন্টারনেট সেবা। সামাজিক যোগাযোগ মাধ্যম, ইন্টারনেটভিত্তিক বিভিন্ন যোগাযোগ অ্যাপ ও ভিডিও দেখার জন্য