সিলেট ২০শে এপ্রিল, ২০২১ ইং | ৭ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২১
সিলেট রিপোর্ট ডেক্স-জামিয়া মাদানিয়া বিশ্বনাথে আল আশরাফ ফুযালা পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।আজ দুপুরে জামিয়ার প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথীর সভাপতিত্বে ফুযালাদের বৈঠকে এ কমিটি গঠন করা হয়।বৈঠকে আগামী ২৫ জানুয়ারী ২০২১ইংরেজীতে অনুষ্টিতব্য জামিয়ার ১০ সালা দস্তারবন্দী ও ৬৩তম বার্ষিক সম্মেলন সফলে ফুযালাদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেয়া হয়।
সেই সাথে ১৫জুলাই ২০২১ইং এর মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আহ্বায়ক কমিটি
আহ্বায়ক-মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথী
যুগ্ন আহ্বায়ক-মাওলানা নূরুল ইসলাম শাহজির গাও
যুগ্ন আহ্বায়ক-মাওলানা ওমর ফারুক
যুগ্ন আহ্বায়ক-মাওলানা হা.ফয়জুর রহমান
সদস্য সচিব -মাওলানা বুরহান উদ্দীন
যুগ্ন সদস্য সচিব-মাওলানা হাসান বিন ফাহিম
যুগ্ন সদস্য সচিব-মাওলানা ইমরান আহমদ
তথ্য ও যোগাযোগ সচিব-মাওলানা বিলাল আহমদ
সহ তথ্য ও যোগাযোগ সচিব-মাও.আব্দুল মোমিন
প্রকাশনা সচিব-মাওলানা আব্দুল্লাহ আল জামীল
অর্থ সচিব-মাওলানা জিয়াউল হক
প্রচার সচিব-মাওলানা আবু ইউসুফ
সহ প্রচার সচিব-এইচ এম জিয়াউর রহমান
সদস্য-মাওলানা সিরাজুল ইসলাম
মাওলানা লুকমান চৌধুরী
মাওলানা আব্দুশ শহীদ
মাওলানা আব্দুর রশিদ
মাওলানা আব্দুস সামাদ মাসুম
মাওলানা সামছুল ইসলাম
মাওলানা আশরাফুল্লাহ
মাওলানা সামছুল ইসলাম
মাওলানা ওলীউর রহমান
হাফিজ মাও.তাহমিদ হাসান
হাফিজ মুস্তাফিজুর রহমান।
বৈঠকে জমিয়তের সাবেক মহাসচিব,আল হাইয়াতুল উলিয়ার কো চেয়ারম্যান, সাবেক হুইপ ও মন্ত্রী মুফতী মুহাম্মদ ওয়াক্কাস রহ. ও জামিয়ার কৃতি ফাযিল মাওলানা শরীফ খান রহ.’র ইন্তেকালে শোক প্রকাশ করা হয় এবং তাদের মাগফিরাত কামনায় মুনাজাত করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com