সিলেট ২০শে এপ্রিল, ২০২১ ইং | ৭ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২১
ডেস্ক রিপোর্ট :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রয়েল রিসোর্টে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করে রাখা হয়।
(৩ রা এপ্রিল) শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
সেখানে পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। মামুনুল হক দাবি করেছেন, দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তিনি সেখানে ঘুরতে গিয়েছিলেন। ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায় কিছু লোক ওই রিসোর্টের কক্ষে গিয়ে মামুনুল হককে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করছেন। মামুনুল হককে তার সঙ্গে থাকা নারীর বিষয়ে বিভিন্ন প্রশ্ন করছেন। মামুনুল হক দাবি করছেন সঙ্গে থাকা নারীকে তিনি দুই বছর আগে বিয়ে করেছেন। অবসর সময় কাটাতে তিনি সেখানে যান।
এদিকে,স্ত্রীসহ মামুনুল হককে হেনস্থার সংবাদ মুহুর্তে ছড়িয়ে পড়লে হেফাজত কর্মীরা হোটেলের সামনে জড়ো হতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই জনতার মরণপণ প্রচেষ্টায় হোটেল থেকে তাকে উদ্ধার করে মিছিলসহকারে মোহাম্মাদপুরের দিকে নিয়ে যাওয়া হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com