সিলেট ১লা জুলাই, ২০২২ ইং | ১৭ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২১
সিলেট রিপোর্ট :করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সিলেট নগরীর আরো ১ হাজার ৯৬৫ জন।
বুধবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে এ টিকা প্রদান করা হয়।
টিকার ব্যবস্থাপনায় থাকায় সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন জানান, বুধবার সকাল ৯টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। গত ৭ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত যারা করোনার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন, তাদেরকে আজ দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আজ দ্বিতীয় ডোজ টিকা নেন ১ হাজার ৬০৬ জন। এর মধ্যে পুরুষ ৯৩৮ জন ও নারী ৬৬৮ জন।
এছাড়া সিলেট বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে বুধবার দ্বিতীয় ডোজের টিকা নেন ৩৫৯ জন। এর মধ্যে পুরুষ ২২৭ জন ও নারী ১৩২ জন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com