সিলেটবৃহস্পতিবার , ২৯ এপ্রিল ২০২১
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভারতে একদিনে আক্রান্ত প্রায় ৩ লাখ ৮০, মৃত সাড়ে ৩ হাজারের বেশি, মার্কিন নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ

Ruhul Amin
এপ্রিল ২৯, ২০২১ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

মার্কিন নাগরিকদের অবিলম্বে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে আমেরিকার দূতাবাস। আমেরিকার নাগরিকদের এখন ভারতে যেতে নিষেধও করা হয়েছে। ভারতে বুধবার একদিনে আক্রান্ত হয়েছেন তিন লক্ষ ৭৯ হাজার মানুষ। এর মধ্যে এদিন মৃত্যু হয়েছে তিন হাজার ৫৯৬ জনের। এই পরিসংখ্যান পাওয়ার পরই আমেরিকার দূতাবাস ওই নির্দেশিকা জারি করেছে।

ভারত থেকে প্যারিস এবং ফ্রাঙ্কফুর্ট হয়ে ফ্লাইট আমেরিকা আসছে, আবার দিল্লি-নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইটও আছে। মার্কিন নাগরিকদের দ্রুত সেই ফ্লাইটগুলো ধরতে বলা হয়েছে। সংক্রমণের হিসেবে ছ লক্ষ ৮০ হাজার মিলিয়ন সংখ্যা নিয়ে তিন লক্ষ মিলিয়ন-এর দ্বিতীয় স্থানে থাকা ভারতের থেকে আমেরিকা ওপরে থাকলেও এ দেশে চিকিৎসার অপ্রতুল সুযোগের জন্যই আমেরিকার নাগরিকদের ফিরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ভারতে জীবনদায়ী ওষুধ, ভ্যাকসিনের অভাব, অক্সিজেনের ঘাটতি, হাসপাতালে বেড-এর অভাব। এগুলো মেডিক্যাল ব্যবস্থাকে দীর্ণ করছে।

তাই মার্কিন নাগরিকদের অবিলম্বে এ দেশ ছেড়ে যাওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।