সিলেটসোমবার , ১০ মে ২০২১
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মমতার মন্ত্রিসভায় নতুন মুখ ১৭, আজ শপথ

Ruhul Amin
মে ১০, ২০২১ ৫:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

facebook sharing button
twitter sharing button
messenger sharing button
whatsapp sharing button

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নিয়েছেন মমতা ব্যানার্জি। নতুন মন্ত্রিসভার শপথগ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে। যা আজ সোমবার (১০ মে) স্থানীয় সময় বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে পশ্চিমবঙ্গের রাজভবনে সীমিত পরিসরে এই শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

জানা যায়, এবার ৪৩ জন মন্ত্রীর একটি তালিকা রাজভবনে জমা দিয়েছেন মমতা। পূর্ণমন্ত্রী ২৪ জন। বাকি ১৯ জন প্রতিমন্ত্রীর মধ্যে ১০ জন পাচ্ছেন স্বাধীন দফতর। যে তালিকা পাঠানো হয়েছে তাতে ১৭ জন নতুন মুখ দেখা যাবে।

মমতার মন্ত্রিসভার পূর্ণ মন্ত্রীরা হলেন– ১. উজ্জ্বল বিশ্বাস, ২. পার্থ চট্টোপাধ্যায়, ৩. অমিত মিত্র, ৪. বঙ্কিমচন্দ্র হাজরা, ৫. জ্যোতিপ্রিয় মল্লিক, ৬. সাধন পাণ্ডে , ৭. মানসরঞ্জন ভুঁইয়া, ৮. শোভনদেব চট্টোপাধ্যায় , ৯. মলয় ঘটক, ১০. অরূপ বিশ্বাস, ১১. সুব্রত মুখোপাধ্যায়, ১২. অরূপ রায়, ১৩. রথীন ঘোষ, ১৪. ফিরহাদ হাকিম, ১৫. চন্দ্রনাথ সিংহ, ১৬. সৌমেন মহাপাত্র, ১৭. ব্রাত্য বসু, ১৮. পুলক রায়, ১৯. বিপ্লব মিত্র, ২০. গোলাম রব্বানি, ২১. শশী পাঁজা, ২২. জাভেদ আহমেদ খান, ২৩. স্বপন দেবনাথ, ২৪. সিদ্দিকুল্লাহ চৌধুরী।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী– ২৫. সুব্রত সাহা, ২৬. বেচারাম মান্না, ২৭. অখিল গিরি , ২৮. হুমায়ুন কবীর, ২৯. চন্দ্রিমা ভট্টাচার্য, ৩০. সন্ধ্যারাণী টুডু , ৩১. রত্না দে নাগ, ৩২. বুলুচিক বরাইক, ৩৩. সুজিত বসু, ৩৪. ইন্দ্রনীল সেন।

প্রতিমন্ত্রী– ৩৫. দিলীপ মণ্ডল, ৩৬. আক্রুজ্জমান, ৩৭. শিউলি সাহা, ৩৮. শ্রীকান্ত মাহাত, ৩৯. সবিনা ইয়াসমিন, ৪০. বীরবাহা হাঁসদা, ৪১. জ্যোৎস্না মান্ডি, ৪২. পরেশচন্দ্র অধিকারী, ৪৩. মনোজ তিওয়ারি।