সিলেটবুধবার , ১২ মে ২০২১
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কেন্দ্রীয় পরীক্ষায় জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেটের ঈর্ষণীয় ফলাফল

Ruhul Amin
মে ১২, ২০২১ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

 

সিলেট রিপোর্ট :

কেন্দ্রীয় পরীক্ষায় জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেট সিলেটের ঈর্ষণীয় ফলাফল।
১৪৪২হিজরির কেন্দ্রীয় পরীক্ষায় আবারো বোর্ড সেরা হলো জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেট।
ধারাবাহিক সফলতা ধরে রাখতে সক্ষম হয়েছে এ প্রতিষ্ঠান।
মোট ৬৩ জন ছাত্র কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে।
তন্মধ্যে ৪৬ জন ছাত্র সম্মিলিত মেধা তালিকাসহ মমতাজ লাভ করে।

♦ একনজরে ফলাফল ♦
>> অাযাদ দ্বীনি এদারা বোর্ড <<
মোট পরীক্ষার্থী : পাচ মারহালায় ২৬ জন
সানাবিয়া উলয়া: পরীক্ষার্থী ৯ জন, মমতাজ ৫টি
সানাবিয়া আম্মাহ: পরীক্ষার্থী ২ জন, মমতাজ ২টি
(মুতাওয়াসসিতাহ : পরীক্ষার্থী ৫ জন, মমতাজ ৪ টি
(ইবতেদাইয়্যাহ : পরীক্ষার্থী ৫ জন, মমতাজ ৫ টি
হিফজ তাকমিল : পরীক্ষার্থী ৪ জন, মমতাজ ২টি)

মোট মুমতাজ : ২০
১ম বিভাগ : ৬
#__রাবেতাতুল মাদারিস
হিফজ 15 পারা

মোট পরীক্ষার্থী ৪ জন
মমতাজ ৩ জন

>> তানযিমুল মাদারিস সিলেট বিভাগ<<
মোট পরীক্ষার্থী : ২৪ জন
মুমতাজ : ১৬ জন
১ম বিভাগ : ৮ জন

>>জমিয়তুল মাদারিস বোর্ড<<
মোট পরীক্ষার্থী : ১০ জন
মমতাজ : ৯ জন
১ম বিভাগ : ১ জন।

  1. বি. দ্র. :
    সানাবিয়া উলয়া:
    সম্মিলিত মেধাতালিকায় তৃতীয় স্থান।
    মুতাওয়াসসিতাহ: তয়
    সম্মিলিত মেধাতালিকায় তৃতীয় স্থান।
    মুতাওয়াসসিতাহ দ্বিতীয় বর্ষ:
    সম্মিলিত মেধাতালিকায় দ্বিতীয় স্থান।
    ১০_ও ১১ তম স্থান।
    ইবতেদায়ী পঞ্চম বর্ষ:
    সম্মিলিত মেধাতালিকায় চতুর্থ স্থান।
    #জমিয়তুল মাদারিস বোর্ডে : হিফজ ১৫ পারা
    ৫ম, ৬ষ্ঠ, ৮তম, ১০তম, স্থান লাভ করে।
    এছাড়াও প্রত্যেক ক্লাসে সিরিয়াল রয়েছে।
    সেজন্য জামিয়ার সকল ছাত্র, উস্তাদ, শুভাকাঙ্ক্ষী সহ সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানের পরিচালক মুফতি মুুুুতিউর রহমা।