এই ১৫ বছরের মাঝে কোন মে মাসে তাপমাত্রা এতো বেশি হয়নি বলে জানিয়েছেন তিনি।

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ বলেন, ‘ আজ রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে রেকর্ড তাপমাত্রায় সিলেটে এখন অসহনীয় গরম। প্রকৃতি নিঃসৃত বাতাসও নেই। এমন অবস্থায় প্রচণ্ড গরমে নাকাল হয়ে পড়েছে জনজীবন। তীব্র গরমে গ্রামের মানুষ গাছগাছালীর ছায়ায় মানুষ আশ্রয় নিতে পারলেও দূর্বিষহ হয়ে উঠেন শহরের বাসিন্দারা। এর মাঝে অসহনীয় সময় কেটেছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের। মধ্যবিত্তরা বিদ্যুতিক পাখায় কিছুটা প্রশান্তি খোঁজে নিলেও নিম্ন আয়ের খেয়েখাওয়া মানুষেরা ছিলেন অসহায়। এমন বাস্তবতায় নগরের বিপনি বিতানগুলোর সামনে এসির ঠান্ডা বাতাস গ্রহণের আশায় অনেক খেটে খাওয়া মানুষকে অবস্থান করতে দেখা গেছে।

এদিকে রাতের বেলায় সূর্যের দখল নেই। তবুও ভ্যাঁপসা গরমে নাকাল মানুষ। এর মাঝে আছে অস্বস্তিকর খবর।

যেখানে আবহাওয়াবিদ আবু সাঈদ চৌধুরীর দেয়া তথ্যমতে, গেলো প্রায় ৩ দিন থেকে টানা গরমে জনজীবনে অস্বস্তি নেমে আসলেও ৩০ তারিখের আগে বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই। তিনি বলেন, ঘুর্ণিঝড় না সরে যাওয়া পর্যন্ত সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর এর ভেতর যদি বৃষ্টি হয় তাহলে খুব কম হতে পারে।

কিন্তু বৃষ্টি না হলেও আগামীকাল সোমবার তাপমাত্রা কিছু কমবে বলে জানান তিনি।