সিলেটবুধবার , ২৬ মে ২০২১
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের জন্যেও সংক্ষিপ্ত সিলেবাস

Ruhul Amin
মে ২৬, ২০২১ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্যও সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেছে সরকার। আগামী জুন মাসে তা প্রকাশ করা হবে। সেই সঙ্গে ২০২৩ সাল থেকে আংশিকভাবে নতুন কারিকুলামে পাঠদান শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ বুধবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ১৫০ দিনে শেষ করার মত করে এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ১৮০ দিনে শেষ করার মত করে এ সিলেবাস তৈরি করা হয়েছে।
তিনি আরো বলেন, ২০২৩ সাল থেকে আংশিকভাবে নতুন কারিকুলামে পাঠদান শুরু করা হবে। ২০২০ সালে তা শুরু করার কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি। আমরা ২০২৩ থেকে তা আংশিকভাবে শুরু করবো।