সিলেটরবিবার , ৩০ মে ২০২১
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভূমিকম্প নিয়ে লুকোচুরি: জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক

Ruhul Amin
মে ৩০, ২০২১ ৬:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

অনুক্ত কামরুল:

খনিজ তেল ভারতে পাচার হওয়া সংক্রান্ত কোন এক নথি সাংবাদিক সাগর-রুনির হাতে এসেছিলো বলে তাদেরকে খুন হতে হয়েছে এমনটা দেশে থাকতে অসংখ্যবার শুনা গেছে। বাট এর সত্যতা পাওয়া যায় নি।

আজ সিলেটে ৫-৬ বার ভূমিকম্পের নামে সেভরনের বিস্ফোরণ কাহিনী, তাও সীমান্তবর্তী এলাকায়! বিষয়টি রহস্যময় মনে হচ্ছে? তবে কি তামাবিল এলাকা দিয়েই তেল পাচারের কল্পিত কাহিনী বাস্তবতায় রুপ নিতে যাচ্ছে?

জৈন্তাপুর এর ইউরোনিয়াম খনিতে ভারত সুড়ঙ্গ তৈরি করছে এমনটিও শুনা যাচ্ছে।

ভূমিকম্প নিয়ে সরকার ও প্রশাসনের লুকোচুরি জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক তৈরি করেছে। একমাত্র মেয়র ছাড়া সরকারের কোন দফতরের কোন কার্যক্রম ব্রিফিং গুরুত্ব কিছুই দেখা যায় নি।

সিলেট আবহওয়া অধিদপ্তর দায়সারা একটি বক্তব্য দিয়ে বসে আছে। তাও তারা কিছু একটা লুকোচুরি খেলছে। ফলে ধোয়াশা তৈরি হয়েছে নগর জুড়ে।

আতঙ্কের বিষয় হলো শুধু মাত্র সিলেট নগরী ছাড়া কোথাও ভূমিকম্প অনুভূত হয় নি?

এটা কিভাবে সম্ভব? এর উৎপত্তিস্থল নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। সরকারের এত গুলো দপ্তরের কি কোন কাজ নেই?

কেউ কেউ বলছেন সেভরন কোম্পানি গ‍্যাস উত্তোলন করতে গ‍্যাস কুপে বিস্ফোরণ ঘটিয়েছে।
এখন শুনা যাচ্ছে জৈন্তার পাদদেশে ইউরোনিয়াম খনি কিংবা সীমান্ত এলাকায় কেউ সুড়ুঙ্গ পথ তৈরি করার অপপ্রয়াস চালাচ্ছে কি নি খতিয়ে দেখার সময় এসেছে।

সরকারের উচ্চ পর্যায়ের লোকজনের নিরব ভূমিকা ও ভূমিকম্প নিয়ে দেয়া বক্তব্য বিষয়টি আরো জটিল করে তুলছে!