সিলেটবুধবার , ১৬ জুন ২০২১
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেট-৩ আসনের উপনির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন ৫ জন

Ruhul Amin
জুন ১৬, ২০২১ ৫:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :

আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের মৃত্যুতে শূন্য ঘোষিত  সিলেট-৩ আসনের (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ) উপনির্বাচনে ভোটযুদ্ধে অংশ নিতে মনোনয়ন জমা দিয়েছেন মোট ৫ জন।

মনোনয়ন জমাদানের শেষ দিনে মঙ্গলবার (১৫ জুন) সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে এই ৫ জন মনোনয়নপত্র জমা দেন। বিকেলে এটি নিশ্চিত করেছেন সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফয়সল কাদের।

মরহুম এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের আসনে লড়তে উপনির্বাচনে পাঁচ প্রার্থী হচ্ছেন- আওয়ামী লীগে দলীয় প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়পত্র জমা দিয়েছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী জুনায়েদ মুহাম্মদ মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী ফাহমিদা হোসেন রুমা।

মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত দিনের বিভিন্ন সময় তারা নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদেরের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন। এসময় তাদের সঙ্গে নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আওয়ামীলীগদলীয় প্রার্থী হিসেবে হাবিবুর রহমান হাবিবের মনোনয়নপত্র দাখিলের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত সরকার, প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, নাজনীন হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম ও  বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া।

প্রসঙ্গত: গত ১১ মার্চ এই আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কয়েক দফা পিছিয়ে ২৮ জুলাই এই আসনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সিলেট-৩ আসনে মোট ২ লাখ ৫৫ হাজার ৩০৯ ভোটারের মধ্যে পুরুষ ১ লাখ ২৮ হাজার ৬১৮ এবং নারী ভোটার সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬৯১ জন।