সিলেট ১৫ই মে, ২০২২ ইং | ১লা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, জুন ২১, ২০২১
সিলেট রিপোর্ট: সিলেটের অন্যতমশীর্ষ আলেম, রাজনৈতিক ব্যক্তিত্ব, জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া সোবহানীঘাট মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত মাওলানা শফীকুল হক আমকুনী (রহ.) বিগত ২০শে এপ্রিল ২০১৯ ইং ১৪ই শাবান ১৪৪১ হিজরী আমাদের ছেড়ে চলেগেছেন পরপারে। তাঁর কর্মবহুল জীবনের বিভিন্ন দিক বর্তমান প্রজন্মের সামনে আসার প্রয়োজনীয়তা অনুভব করে হযরতের জীবন ও কর্ম নিয়ে একটি স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। স্মারকে মরহুমের সাথী,রাজনৈতিক নেতা-কর্মী,কর্মজীবনের সহকর্মী,ছাত্র ও শুভাকাংখীদের লেখা থাকবে ইনশাআল্লাহ। তাই উক্ত স্মারকে সর্বশ্রেণির জনগনের স্মৃতি,অনুভূতি,মূল্যায়নধর্মী লেখা আহবান করা যাচ্ছে। ই-মেইল: jamiamahmudia21@gmail.com|। লেখা প্রেরণের শেষ তারিখ ২০ জুলাই ২০২১।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com