সিলেটবুধবার , ১ সেপ্টেম্বর ২০২১
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

তালেবান সরকারকে সমর্থন জানালেন হেকমতিয়ার

Ruhul Amin
সেপ্টেম্বর ১, ২০২১ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নতুন সরকারে অংশ না নিলেও তালেবান সরকারকে সমর্থনের ঘোষণা দিয়েছেন আফগানিস্তানের আলোচিত যুদ্ধবাজ নেতা হিজব-ই-ইসলামি দলের প্রধান গুলবুদ্দিন হেকমতিয়ার।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির সঙ্গে আলাপকালে মঙ্গলবার এ কথা জানান তিনি।

হেকমতিয়ার বলেন, তালেবান আমাদের ভাই এবং আমাদের মধ্য মিল রয়েছে। হিজব-ই-ইসলামি নতুন সরকারের অংশীদার হতে না চাইলেও তালেবান প্রশাসনকে নিঃশর্ত সমর্থন দেবে। তবে যোগ্য ব্যক্তিদের নিয়েই য্নে নতুন প্রশাসন গঠিত হয়।

তার দল কোয়ালিশন সরকারে বিশ্বাস করে না মন্তব্য করে সাবেক এই আফগান প্রধানমন্ত্রী বলেন, এটি সব সময়ই ব্যর্থ হয়েছে।

তুরস্ককে আফগানিস্তানের সবচেয়ে ভালো বন্ধুদের একটি বলে উল্লেখ করেন হেকমতিয়ার। তিনি বলেন, আঙ্কারা সব সময় আফগান জনগণের পাশে দাঁড়িয়েছে এবং প্রতিটি ক্ষেত্রে তাদের সমর্থন দিয়েছে।

৭২ বছর বয়সি গুলবুদ্দিন হেকমতিয়ার আফগানিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।  তিনি রাজনৈতিক দল হিজাব-ই-ইসলামির অন্যতম নেতা। গত ২৫ বছরে হেকমতিয়ার তালেবানের বন্ধুও ছিলেন, ছিলেন শত্রুও। তাকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করে যুক্তরাষ্ট্র তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

আফগানিস্তানের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের সময় তার দলের বিরুদ্ধে নৃশংস অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে। এতে ১৯৯৬ সালে দেশটিতে তালেবানের আবির্ভাবকে স্বাগত জানিয়েছিল আফগান জনগণ। গুলবুদ্দিন হেকমতিয়ারকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল তালেবান।

২০০৩ সালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাসীদের তালিকায় তার নাম ওঠে। যুক্তরাষ্ট্র আল কায়েদা ও তালেবানের হামলায় সহায়তার অভিযোগ আনে তার বিরুদ্ধে। পরবর্তী সময় হেকমতিয়ারের সঙ্গে আশরাফ ঘানির শান্তিচুক্তিকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র।

২০১৬ সালে হেকমতিয়ারের জন্য দায়মুক্তি ঘোষণা করে আফগান সরকার। কিন্তু আফগানিস্তানে তার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা রয়েছে।