সিলেট রিপোর্ট: জগন্নাথপুর পৌরএলাকার সিএ মার্কেটের একটি স-মিল থেকে রাসেল মিয়া (২৬) নামে এক শ্রমিকের লাশ বুধবার উদ্ধার করেছে পুলিশ। তিনি নেত্রকোনা জেলার আটপাড়া গ্রামের সুলতান মিয়ার পুত্র। পুলিশ ও এলাকাবাসী জানান, রাসেল মিয়া পরিবারের লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে পৌশহরের ইকড়ছই পৌরএলাকায় একটি কলোনিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। তিনি বিভিন্ন স-মিল থেকে কাঠের গুড়া ক্রয় করে বিভিন্ন বাসাবাড়িতে বিক্রয় করতেন। গতকাল সকালে সিএ মার্কেটস্থ একটি স-মিলে কাঠের গুড়া সংগ্রহ করতে গিয়ে ওই মিলের লোকজনের অগোচরে স-মিলের মধ্যেই গলায় মাফলা পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে। ময়না তদন্তের পরে লাশ গ্রামের বাড়ীতে দাফন করা হয়েছে।
তবে রাসেল মিয়া আত্মহত্যা করেছেন নাকি লাশ ঝুলিযে রাখা হয়েছে এনিয়ে জগন্নাথপুরে নানা গুঞ্জন শুনাযাচ্ছে।