সিলেটশুক্রবার , ১০ সেপ্টেম্বর ২০২১
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেট নগরীতে ৮৫ হাজার মানুষর নিবন্ধন

Ruhul Amin
সেপ্টেম্বর ১০, ২০২১ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট : সিলেট নগরীতে করোনা ভাইরাসের টিকা পেতে শুক্রবার পর্যন্ত ৮৫ হাজার মানুষ নিবন্ধন করে টিকার জন্য অপেক্ষায়। কখন আসবে মেসেজ এই অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে তাদের।

কেবল, মোবাইল ফোনে একটি মেসেজ আসলেই টিকা দেবেন তারা। কেউ ২০ দিন, কেউ মাসেরও বেশী সময় ধরে অপেক্ষা করেছেন নিবন্ধন করে।

এ অবস্থায় সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ বলছে, বন্ধের দিন ছাড়া প্রতিদিনই ৩ থেকে ৪ হাজার মানুষকে টিকা দেওয়া হচ্ছে। কিন্তু প্রতিদিন প্রায় ৫ হাজার মানুষ নিবন্ধন করছেন।

সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম  বলেন, নগরীতে টিকার দুটি কেন্দ্র থাকায় অনেককে টিকা পেতে দেরী হচ্ছে। তারপরও বর্তমানে নিবন্ধ করার পর মোবাইল ফোনে মেসেজ না পেলেও সিটি কর্পোরেশনের নিচ তলায় স্থাপিত অস্থায়ী টিকা কেন্দ্রে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের টিকা দেওয়া হবে। এছাড়া কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও এই টিকা পাবেন। আগামীকাল শনিবার থেকে এই কার্যক্রম শুরু হবে। তবে তাদেরকে আইডি কার্ড ও জাতীয় পরিচয়পত্র নিয়ে আসতে হবে। এছাড়া অন্যান্যরা পর্যায়ক্রমে মেসেজ পাবেন বলে জানান তিনি।