সিলেট ১৮ই আগস্ট, ২০২২ ইং | ৩রা ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২১
সিলেট রিপোর্ট :
বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, জনাব শামীম আহমদ সাহেব এশা জামিয়া হেদায়াতুল ইসলাম পরিদর্শন করেন। জগন্নাথপুর এরকৃতি সন্তান। মাদারিসে কওমিয়ার প্রতি আন্তরিক একজন মানুষ। অাচার ব্যবহারে উন্নত মানুষ। দানশীল ব্যক্তি।
সংক্ষিপ্ত পরিসরে এ বিশেষ মেহমানকে সংবর্ধনা প্রদান করেন জামিয়ার মুহতামিম মুফতি মুতিউর রহমান ও অাসাতিযায়ে কেরাম এবং ছাত্রবৃন্দ।
মেহমান খুব অল্প সময়ের বক্তব্যে জামিয়ার পরিবেশ, উন্নত চরিত্রগঠন এর ক্যাম্পাস, যুগপোযোগী শিক্ষার এক দ্বীনি কেন্দ্র জামিয়া হিদায়াতুল সিলেটের প্রশংসা করেন। ভবিষ্যতে অারো এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন-শায়খুল হাদিস মাওলানা এহতেশামুল হক কাসিমী
মাওলানা শায়খ হুসাইন আহমদ ধরমপুরী
জনাব রাজু আহমেদ
জনাব আব্দুল কুদ্দুস
জনাব রফিক মিয়া প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com